মুম্বই: অসুস্থতা কাটিয়ে কাজে ফিরলেন অভিষেক বচ্চন। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট দিয়ে নিজের কুশল সংবাদ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা। ব্যান্ডেজ হাতে বেঁধেও যেন প্রাণশক্তিতে ভরপুর অমিতাভ পুত্র।


আজ সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করেন অভিষেক। নীল ডেনিম ও আকাশি হুডিতে অভিষেকের একটা হাত স্লিং ব্যাগে বাঁধা। মুখে কালো মাস্ক কিন্তু তাতেও স্পষ্ট, হাসছেন অভিনেতা। এই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'চেন্নাইতে নতুন ছবির শ্যুটিং-এর সময় দুর্ঘটনা ঘটে। আমার ডান হাতে আঘাত লাগে। চিড় ধরে। সেটা ঠিক করতে অস্ত্রোপচার করার প্রয়োজন হয়ে পড়েছিল। এইজন্যই আমি কাজ ছেড়ে ছোট্ট একটা ছুটি নিয়ে মুম্বইতে, আমার বাড়ি ফিরে আসি। সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। এখন চেন্নাইতে ফিরে এসেছি। কাজ শুরু করে দিয়েছি। সবাই বলে না.. দ্য শো মাস্ট গো অন। কাজ চালিয়ে যেতে হবে। আর হ্যাঁ, আমার বাবা বলে, মর্দ কো কভি দার্দ নেহি হোতা। (ছেলেদের কখনও কষ্ট হয় না)। কিন্তু আমার একটু লেগেছে। সবার সমস্ত শুভকামনার জন্য ধন্যবাদ।'


গত ২৪ অগাস্ট হাসপাতালে ভর্তি হন অভিষেক। তাঁকে সেখানে দেখতে এসেছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) আর বোন শ্বেতা। হাতের চোট নিয়ে মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)।  


এদিন সাদা পোশাকে গাড়ি করে হাসপাতালে আসেন অমিতাভ। তাঁর মাথায় ছিল সাদা টুপি, মুখে মাস্ক। করোনা বিধি মেনেই অভিষেকের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন মেয়ে শ্বেতাও। তাঁর মুখেও ছিল মাস্ক। এদিন পাপারাৎজিরা বচ্চন পরিবারকে ক্যামেরাবন্দি করলেও তাঁদের কেউই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোনও কথা জানাননি।


আগামী দিনে 'বব বিশ্বাস' ছবিতে নামভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকে। কলকাতায় এই ছবির শ্যুটিং সারতে এসেছিলেন অভিষেক।


গতবছর করোনা আক্রান্ত হয়েছিলেন অভিষেক। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। রোগমুক্তির পর হাসপাতাল থেকে ট্যুইট করে অভিষেক লেখেন,'প্রতিশ্রুতি তো প্রতিশ্রুতিই। আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি আপনাদের আগেই বলেছিলাম, করোনাকে হারাবই। আপনাদের সকলকে ধন্যবাদ,আমার জন্য ও পরিবারের সকলের জন্য প্রার্থনা জানিয়েছেন আপনারা। হাসপাতালের ডাক্তার ও নার্সদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা।'