কলকাতা: অভিষেক বচ্চন (Abhishek Bacchan) ও ঐশ্বর্য্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) মধ্যে সম্পর্কের দূরত্বের কথা এখন আর কারোরই অজানা নেই। দীর্ঘদিন ধরেই নাকি এক ছাদের তলায় থাকছেন না তাঁরা। মায়ের সঙ্গেই রয়েছেন মেয়ে আরাধ্যা। আর তাই কি মেয়ের কথা ভীষণ বেশি করে মনে পড়ে অভিষেকের? বিশেষ করে তিনি যখন 'আই ওয়ান্ট টু টক' (I Want To Talk)-এর মতো ছবিতে অভিনয় করছেন তিনি, তখন তো পর্দার সঙ্গে নিজের বাস্তব জীবনকে মিলিয়ে ফেলা খুব স্বাভাবিক। সদ্য সেই কথাই তুলে ধরলেন 'আই ওয়ান্ট টু টক' -এর পরিচালক সুজিত সরকার। 


ছবিটি ইতিমধ্যেই বেশ প্রশংসিত হচ্ছে। প্রশংসা পাচ্ছে অভিষেকের অভিনয়ও। এই ছবি মূলত এক বাবা ও মেয়ের সম্পর্কের সমীকরণের ওপরেই তৈরি। আর এই ছবিতে অভিনয় করতে গিয়েই নাকি বারে বারে আবেগে ভেসে গিয়েছেন অভিষেক। তাঁর বারে বারে মনে পড়েছে আরাধ্যার কথা। সেই কথা তিনি ভাগ করে নিয়েছিলেন পরিচালকের সঙ্গেও। তিনি যে আরাধ্যাকে মিস করছেন, সেই কথাও বলেছেন পরিচালক সুজিতকে। পরিচালকের কথায়, 'আমিও একটি মেয়ের বাবা। আমারও মেয়ে রয়েছে। আমি জানি কিছু কিছু সময় কেমন হয়।'


অন্যদিকে, তিনি সবসময়েই রয়েছেন ছেলের পাশে। ছেলে যদি কোনও ভাল কাজ করেন, তাহলে সবার সামনেই ছেলের পিঠ চাপড়ে দিতে দ্বিধাবোধ করেন না এই তারকা। বাদ গেল না নতুন ছবি 'আই ওয়ান্ট টু টক' (I Want To Talk)-এর ক্ষেত্রে। সদ্য মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন (Abhishek Bachchan) অভিনীত ছবি 'আই ওয়ান্ট টু টক'। আর ছেলের অভিনয় দেখে মুগ্ধ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সোশ্যাল মিডিয়ায় ছেলের, ছেলের নতুন ছবির ভূয়সী প্রশংসা করে পোস্ট করলেন অমিতাভ। কী রইল তাতে? 


অমিতাভ লিখছেন, 'কিছু ছবি থাকে যেগুলো বিনোদনের জন্যই। আবার কিছু সিনেমা থাকে যেগুলো দর্শকদের সিনেমার মধ্যেকার জীবনটাকে বেঁচে নিতে বাধ্য করে। 'আই ওয়ান্ট টু টক' ঠিক এমনই একটা সিনেমা। এই ছবিটা দর্শককে নিজের আসন থেকে তুলে নিয়ে গিয়ে একেবারে ছবির মধ্যে বসিয়ে দেবে আর ছবিতে যা যা চলছে তা বোঝার আগেই দর্শক নিজের জীবনকে মিশিয়ে ফেলবেন সিনেমাটার সঙ্গে। সিনেমাটার থেকে বাইরে বেরনোর উপায় নেই।'


আরও পড়ুন: Rashmika Mandhana: সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন রশ্মিকা? প্রত্যেক ছবির জন্য কত টাকা নেন অভিনেত্রী?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।