মুম্বই: ৭১ এ পা দিলেন জয়া বচ্চন। মঙ্গলবার ছিল বচ্চন-ঘরণীর জন্মদিন। সেই উপলক্ষ্যে অভিষেক ও শ্বেতা, দুজনেই ছোট অথচ মন ছুঁয়ে যাওয়া বার্তা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন জয়া-কন্যা। লিখেছেন, ‘ক্যাপ্টেন, ও মাই ক্যাপ্টেন’
এই সেই পোস্ট!



ছেলে অভিষেক শেয়ার করেছেন মায়ের কম বয়সের একটি ছবি। যে ছবি মনে করিয়ে দেয়, ধন্যি মেয়ে বা গুড্ডির জয়াকে!



জন্মদিন উপলক্ষ্যে মা ও পরিবারের জন্য বিশেষ নৈশভোজের আয়োজনও করেন শ্বেতা। সেখানে জয়া পরেছিলেন সাদা সালোয়ার।
অভিষেক-শ্বেতার আদরের মা এখন ব্যস্ত, লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির প্রচার কর্মসূচীতেও।