মুম্বই: মাথা থেকে চাদর মুড়ি দিয়ে হাঁটছেন অক্ষয় কুমার। চোখে রোদচশমা! এভাবেই সম্প্রতি একটি গানের শুটিংয়ে নজর কাড়লেন অক্ষয় কুমার।অক্ষয়ের স্ত্রী টুইঙ্কলের ভাই করণ কাপাডিয়ার প্রথম ছবি ‘ব্ল্যাঙ্ক’-এর একটি গানে অভিনয় করলেন অক্ষয়।



সোমবার এই গানটির শুটিং সারেন অক্ষয়। অক্ষয় তাঁর শ্যালকের প্রশংসা করে বলেছেন, আমি করণের মধ্যে প্রতিভা দেখেছি। ওর একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি সম্প্রতি কান-এও প্রশংসিত হয়েছে।



অক্ষয় ও করণ যে গানটির শুটিং সারলেন, সেটির সুর বেঁধেছেন অর্ক। গেয়েছেন বি প্রাক। ‘কেশরী’ ছবির ‘তেরি মিট্টি’ গানটিও গেয়েছেন তিনি। কোরিওগ্রাফ করেছেন রাজু ভার্গিস। করণ এই ছবিতে এক আত্মঘাতী জঙ্গির ভূমিকায় অভিনয় করেছেন। এই ছবিতে অভিনয় করেছেন সানি দেওলও। ছবিটি মে মাসের ৩ তারিখে মুক্তি পাওয়ার কথা।