মুম্বই:  টুইটারে এখন যেকোনও সময় যেকোনও কারণেই ট্রোলড হতে পারেন তারকারা। অনেক সময়ই তাঁরা তাঁদের একান্ত ব্যক্তিগত জীবনে কিছু কাজ করেন, তারজন্যে জবাবদিহির প্রয়োজন না থাকলেও, তাঁদের ট্রোলড হতে হয়।


সম্প্রতি ফের ট্রোলড হলেন অভিষেক বচ্চন। তবে তাঁর নিজের কোনও কাজের জন্যে নয়। তাঁকে ট্রোলড হতে হল মেয়ে আরাধ্যার জন্যে।

আরাধ্যার অপরাধ, সে মা ঐশ্বর্যর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ঘুরে বেড়ায়। সেই জন্যে এক টুইটারাইটের প্রশ্ন আরাধ্যা স্কুল কখন যায়। কোন এমন স্কুল আছে, যে একজন উদ্ধত মায়ের সঙ্গে সর্বক্ষণ তাঁর মেয়েকে ঘুরে বেড়ানোর অনুমতি দেয়। তারপর সেই টুইটারাইটের প্রশ্ন আরাধ্যার কি কোনও স্বাভাবিক শৈশব নেই?

টুইটারাইটের এমন অদ্ভূত উতসাহ দেখে একটুও অবাক হননি অভিষেক বচ্চন। বরং তিনি রেগে না গিয়ে, এর জবাব দিয়েছেন।  তিনি বলেছেন, সপ্তাহশেষে সব স্কুলই বন্ধ থাকে। তাই উইকএন্ডেই মায়ের সঙ্গে বিভিন্ন জায়গায় যায় আরাধ্যা। তার সঙ্গে অভিষেক সেই টুইটারাইটকে হাল্কা করে ঠুকে বলেন, পরবর্তী সময় টুইট করার আগে নিজের ইংরেজিটা একটু দেখে নেবেন।

এই সেই টুইট যুদ্ধ।









পরে সেই মহিলা বলেন, তিনি আসলে বিদেশে থাকেন, এবং বেশিরভাগ জায়গাতেই শনিবার স্কুল খোলা থাকে। তাই এই ‘শনিবার’ বন্ধের বিষয়টি তিনি জানেন না। সবশেষে নিজের ইংরাজি ভুলটাও অবশ্য কবুল করে নেন।