নয়াদিল্লি: দূষণের সমস্যা ফের ফিরে এল দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে। শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা ফিল্ডিংয়ের সময় দূষণ সংক্রান্ত সমস্যার শিকার হন। এদিন শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হওয়ার পর ব্যাটিং করতে নামে ভারত। ভারতের দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে শ্রীলঙ্কার পেসার লাকমলকে বমি করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন দলের ফিজিও।মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যান লাকমল। এরপরই শ্রীলঙ্কার বেশ কয়েকজন খেলোয়াড় দূষণ-রোধী মুখোশ পরে নেন।
এই ঘটনার পাঁচ ওভার পরেই ফের মাঠে ফিরে আসেন লাকমল।
উল্লেখ্য, এর আগে চলতি টেস্টের দ্বিতীয় দিন বাতাসে দূষণের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে শ্রীলঙ্কার ক্রিকেটারদের মুখোশ লাগিয়ে ফিল্ডিং করতে দেখা যায়। ভারতের ইনিংসের ১২৩ ও ১২৭ ওভারের পর যথাক্রমে ১৭ ও ৫ মিনিট খেলা বন্ধ থাকে। খেলায় এভাবে ব্যাঘাত পড়ায় মনঃসংযোগ হারিয়ে কেরিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরির সুযোগ থেকে বঞ্চিত হন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।


এদিকে, এই ঘটনা নিয়ে মঙ্গলবার কলকাতা. নেতাজি ইন্ডোরে সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের এক অনুষ্ঠানে নাম না করে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্বচ্ছ ভারতের কথা বলা হচ্ছে, অথচ দিল্লি এখন পরিবেশ ও রাজনৈতিক দূষণের কেন্দ্রে পরিণত হয়েছে।