Abhishek Chatterjee: 'সহানুভূতি আদায় করতে অভিষেকের ছবি সঙ্গে রাখি না', বিস্ফোরক সংযুক্তা

Abhishek Chatterjee: অভিষেকের ছবি সঙ্গে নিয়ে ঘোরার জন্য কটাক্ষের স্বীকার হতে হয় সংযুক্তাকে। এমনকি অভিষেকের ছবিকে সঙ্গী করাকে অনেকে 'হাস্যকর' বলেও মন্তব্য করেন।

Continues below advertisement

কলকাতা: সদ্য় ছুটি কাটাতে বিদেশ থেকে ফিরেছেন অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তা আর মেয়ে সাইনা। সোশ্যাল মিডিয়ায় সফরের টুকরো টুকরো ছবি শেয়ার করে নিয়েছিলেন সংযুক্তা। সেখানেই দেখা গিয়েছিল সংযুক্তার হাতে ধরা রয়েছে অভিষেকের ছবি। মা-মেয়ের মনে হয়, এখনও তাঁদের কাছেই রয়েছেন অভিষেক। সেই বিশ্বাস নিয়েই ঘুরে দাঁড়িয়েছেন তাঁরা। সাধুবাদও পেয়েছেন অজস্র। সংযুক্তা ও সাইনার পটায়া ভ্রমণেন খবর প্রথম প্রকাশ্যে এনেছিল এপিবি লাইভই। 

Continues below advertisement

কিন্তু তারপরেই ছন্দপতন। অভিষেকের ছবি সঙ্গে নিয়ে ঘোরার জন্য কটাক্ষের স্বীকার হতে হয় সংযুক্তাকে। এমনকি অভিষেকের ছবিকে সঙ্গী করাকে অনেকে 'হাস্যকর' বলেও মন্তব্য করেন। সেই উত্তর দিতে অভিষেকের প্রোফাইল থেকেই সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে নিজের মনের কথা জানালেন সংযুক্তা। 

আরও পড়ুন: Alivia Sarkar Exclusive: অচেনা নম্বর থেকে ফোন, অঞ্জন দত্তের গলা শুনে বাকরুদ্ধ অলিভিয়া!

সংযুক্তা লিখছেন, 'অনেকেই আমায় লিখছেন, আমি সহানুভূতি আদায় করার জন্য অভিষেকের ছবি নিয়ে সব জায়গায় ঘুরছি। কিন্তু আমার সহানুভূতির কি প্রয়োজন? আমি নিজে একটি চাকরি করি। আর অভিষেক চলে যাওয়ার পর থেকে নিজেই বাড়ির সমস্ত দায়িত্ব সামলাচ্ছি। প্রত্যেক পরিবারেই মৃত্যু যন্ত্রণা রয়েছে। কিন্তু সেই যন্ত্রণাকে কে কীভাবে মানিয়ে নেবে এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এটা আমার মানিয়ে নেওয়ার ধরণ। আমি অভিষেককে আমার সব কাজের একটা অংশ করতে চাই এবং তাঁর সঙ্গেই বাঁচতে চাই।'

সংযুক্তা আরও লিখছেন, 'ডলের জন্মদিনেও আমি অভিষেকের ছবি সঙ্গে নিয়ে গিয়েছিলাম। কিন্তু সেটা পরিকল্পনা মাফিক নয়। আমি অভিষেকের ছবি ছাড়াই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। প্রায় আধঘণ্টা পথ পেরিয়ে আসার পরে আমার খেয়াল হয়, জন্মদিনে অতিথিদের দেওয়ার জন্য উপহারগুলো আনতে ভুলে গিয়েছি। আমি ফিরে আসি। সেদিন যেন অভিষেকই আমায় ফিরিয়ে এনেছিল। ফিরে এসে অভিষেকের ছবির দিকে চোখ যায়। ও যেন আমায় বলল, ডলের জন্মদিন আর আমায় রেখে গেলে। আমার এখনও মনে হয় অভিষেক ওই ছবির মধ্যে দিয়েই যেন কথা বলে আমার সঙ্গে।' 

Continues below advertisement
Sponsored Links by Taboola