কলকাতা: করোনা পরিস্থিতিতে চিকিৎসকেরা হয়ে উঠেছিলেন দেবতুল্য। নিজেদের জীবন বিপন্ন করে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন গোটা বিশ্বের চিকিৎসকেরা। আর সেই সমস্ত মানুষদের মনে রাখার জন্যই বিশেষ আয়োজন করা হল ইন্ডিয়ান সোস্যাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের তরফ থেকে (Indian Sociaty of Critical Care Medicine)। লক্ষ্মীপুজোর দিন আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের।                                                                           


করোনায় প্রাণ হারিয়েছেন যে সমস্ত চিকিৎসকেরা, তাঁদের স্মৃতিতে নিউটাউনে তৈরি হল একটি মেমোরিয়াল পার্ক বা স্মৃতি উদ্যান। এদিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউডের অন্যতম পরিচিত মুখ অভিনেতা আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও পরিচালক, বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। এই অনুষ্ঠানে বৃক্ষরোপন করেন দুজনেই। করোনার কারণে যে সমস্ত চিকিৎসকদের হারিয়েছে সমাজ, তাঁদের স্মরণ করাই ছিল এই অনুষ্ঠানের একমাত্র উদ্দেশ্য। সম্পূর্ণ আয়োজন করা হয়েছিল ইন্ডিয়ান সোস্যাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের তরফ থেকে।                     


আরও পড়ুন: Nora Fatehi: রুপোলি পোশাকে নজরকাড়া নোরা, ফুটবল বিশ্বকাপের থিম গানে মঞ্চ মাতালেন বলি-সুন্দরী


এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন প্রযোজক রানা সরকারও (Rana Sarkar)-ও। সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের ছবি ভাগ করে নিয়েছেন তিনি।                                                                                                                               


অন্যদিকে এই প্রথম ওয়েব দুনিয়ায় পরিচালনায় পা রাখছেন রাজ চক্রবর্তী। একজন বিশেষ ক্ষমতা সম্পন্ন নারী যখন রাজনীতির ময়দানে সফলতা পায়, তখন তাঁর লড়াই কতটা কঠিন হয় সেই নিয়েই আবর্তিত হবে রাজ চক্রবর্তীর সিরিজ 'ডি এম মল্লিকা'। তবে এখনও চূড়ান্ত হয়নি এই সিরিজের চরিত্রায়ণ।