Hero Electric Scooter: হিরো লঞ্চ করেছে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার Hero Vida V1। চলতি মাসের শুরুর দিকে ভারতে লঞ্চ হয়েছিল এই ইলেকট্রিক স্কুটার (Hero Electric Scooter)। তার এক সপ্তাহের মধ্যেই বুকিং শুরু হয়ে গিয়েছে। আগ্রহীরা বর্তমানে হিরো কোম্পানির Vida V1 ইলেকট্রিক স্কুটার বুকিং করতে পারবেন Hero Vida- র অফিশিয়াল ওয়েবসাইট থেকে। ২৪৯৯ টাকার বিনিময়ে এই ইলেকট্রিক স্কুটারের বুকিং করা সম্ভব হবে। ১০ অক্টোবর বিকেল ৫টা থেকে Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারের বুকিং শুরু হয়েছে ভারতে।


তবে সারা ভারতে এখনও এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়নি। নির্দিষ্ট কিছু শহরে Vida V1 ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে হিরো কোম্পানি। দিল্লি, জয়পুর এবং বেঙ্গালুরুতে আপাতত এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়েছে। আর সেখানেই বুকিং শুরু হয়েছে এই ই-স্কুটারের। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে এই তিনটি শহরে Vida V1 ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি শুরু করবে হিরো সংস্থা। আর সেই সময়েই দেশের আরও ৮টি শহরে হিরো কর্তৃপক্ষ তাদের Vida V1 ইলেকট্রিক স্কুটারের জন্য বুকিং নেওয়া শুরু করবে। তবে কোন ৮টি শহরে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বুকিং শুরু হবে তা এখনও প্রকাশ করেনি হিরো কর্তৃপক্ষ।


বিভিন্ন রঙের মডেল


ভারতে মোট তিনটি রঙে পাওয়া যাবে হিরো Vida V1 ইলেকট্রিক স্কুটার। ম্যাট সাদা, ম্যাট স্পোর্টস রেড এবং গ্লস ব্ল্যাক- এই তিনটি শেডে ভারতে লঞ্চ হয়েছে হিরো Vida V1 ই-স্কুটার। অন্যদিকে এই ইলেকট্রিক স্কুটারের ‘প্রো’ ভ্যারিয়েন্ট অর্থাৎ হিরো Vida V1 প্রো মডেল উল্লিখিত তিনটি রঙে ছাড়াও ম্যাট Abrax Orange কালার ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে।


ইলেকট্রিক স্কুটারের দাম


হিরো Vida V1 Plus ইলেকট্রিক স্কুটারের দাম ভারতে শুরু হচ্ছে ১.৪৫ লক্ষ টাকা থেকে (এক্স শোরুম)। অন্যদিকে Vida V1 Pro ইলেকট্রিক স্কুটারের দাম ভারতে শুরু হচ্ছে ১.৫৯ লক্ষ টাকা থেকে।


Hero Vida V1 ই-স্কুটারের স্পেসিফিকেশন


হিরো কোম্পানির Vida V1 Plus ইলেকট্রিক স্কুটারে রয়েছে ১৪৩ কিলোমিটারের রেঞ্জ। অন্যদিকে, Hero Vida V1 Pro মডেলে রয়েছে ১৬৫ কিলোমিটারের রেঞ্জ। দুটো মডেলেরই সর্বোচ্চ গতি ঘণতায় ৮০ কিলোমিটার। ৬৫ মিনিটেরও কম সময়ে এই দুই ইলেকট্রিক স্কুটারে ৮০ শতাংশ চার্জ হয়ে যায়। Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারে ০ থেকে ৪০ কিলোমিটার ঘণ্টায় স্পিড তুলতে সময় লাগে মাত্র ৩.৪ সেকেন্ড। অন্যদিকে Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারে ০ থেকে ৪০ কিলোমিটার ঘটায় স্পিড তুলতে সময় লাগে মাত্র ৩.২ সেকেন্ড। জানা গিয়েছে, এই দুই ইলেকট্রিক স্কুটারেই রয়েছে চারটি ড্রাইভিং মোড এবং সেগুলি হল- স্পোর্টস, ইকো, কাস্টম এবং রাইড। এছাড়াও হিরো কোম্পানির এই দুই ইলেকট্রিক স্কুটারের মডেলে রয়েছে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে।


আরও পড়ুন- পুরনো গাড়িতে নতুন লোগো, কী বদলেছে স্করপিও ক্লাসিকে ?


Car loan Information:

Calculate Car Loan EMI