কলকাতা: তাঁদের আলাপ দীর্ঘদিনের, তবে পর্দায় 'আলাপ', প্রেম, জুটি বাঁধা সদ্যই। 'রক্তবীজ' (Roktobeej)-এ তাঁরা জুটি বেঁধেছিলেন বটে, তবে সে গল্প বড় রুক্ষ.. প্রেমের জায়গা নেই তেমন। তবে এবার, প্রেমেন্দু বিকাশ চাকি (Premendra Bikash Chaki)-র পরিচালিত ছবি 'আলাপ'-এ তাঁদের প্রেমের সুযোগ অগাধ। তাকেই কাজে লাগিয়ে দর্শকদের মন জয় করে নিলেন, প্রশংসাও পেলেন। আর ছবি মুক্তির পরেই, নিজেদের প্রথম আলাপের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। 


সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় সদ্য় মুক্তি পেয়েছে 'আলাপ'। আদ্যপান্ত প্রেমের এই গল্প বেশ মনে ধরেছে দর্শকদের, ছবিটি প্রশংসাও পাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় মিমি ৩টি ছবি শেয়ার করে নিয়েছেন। সবকটিতেই রয়েছে মিমি ও আবির, তবে তা বহুদিন আগের তোলা। তিনটি ছবি শেয়ার করে মিমি লিখেছেন, 'আলাপ আমাদের অনেক বছর আগের। তখন সেলফি ক্যামেরা ছিল না। তবে কাজের ফাঁকে তোলা ছবি।'


এবিপি লাইভকে (ABP Live) দেওয়া সাক্ষাৎকারে মিমির সঙ্গে তাঁর আলাপ নিয়ে আবির বলেছিলেন, 'মিমি যখন সদ্য সদ্য কেরিয়ার শুরু করছে, আমি তখন টেলিভিশনে অভিনয় করছি। সেই সময় থেকেই মিমির সঙ্গে আমার আলাপ। ও তখন মডেলিং করছে, তারপরে ধীরে ধীরে ও অভিনয়ে এল। শুরু হল ধারাবাহিক 'গানের ওপারে'। মুখ্যভূমিকায় মিমি। সেই ধারাবাহিকের ওয়ার্কশপের সময়েই মিমির সঙ্গে আলাপটা গাঢ় হয়। তবে আমাদের জুটি বাঁধতে অনেকটা সময় লেগে গেল।'


পর্দার বাইরেও, মিমি ও আবিরের বন্ধুত্ব বেশ চর্চিত। এর আগেও একে অপরের বিপরীতে কাজ করেছেন তাঁরা, তবে প্রেমের গল্পে এই প্রথম। যদি রাজনীতি নিয়ে আবিরকে টিপস দিতে বলা হয় মিমিকে? প্রশ্ন শুনে মিমির সহাস্য উত্তর, 'আমিই তো রাজনীতি ছেড়ে দিলাম। আর টিপস্ কী দেব। তাছাড়া আবিরদাকে আমি যতটুকু চিনি, ও কখনও রাজনীতিতে আসবে না।' উত্তর শুনে হেসে সম্মতি জানান অভিনেতা আবিরও। 


 






আরও পড়ুন: Feluda Indraneil Exclusive: রায়বাড়ির বিখ্যাত চপ, হামেশাই মেনুতে থাকে পেস্ট্রি, মিষ্টি, দই বড়া.. 'ফেলুদা'-র শ্যুটিংয়ের অন্য গল্প শোনালেন ইন্দ্রনীল


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।