কলকাতা: এই ছবির ঘোষণা হয়েছিল আগেই, 'রক্তবীজ' থ্রিলারের পরে এক্কেবারে আদ্যপান্ত প্রেমের গল্পে জুটি হিসেবে দেখা যাবে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় আসছে নতুন ছবি 'আলাপ'। পরিচালনায় প্রেমেন্দু বিকাশ চাকি (Premendu Bikash Chaki)। রোম্যান্টিক কমেডির মোড়কে এবার জনপ্রিয় এই জুটি বলবে নতুন গল্প। 


সদ্য প্রকাশ্যে এসেছে এই সিনেমার মোশন পোস্টার ও চরিত্রদের লুক। পাবলো মজুমদার ও অদিতি মিত্রর জীবনকে নিয়ে বয়ে যাবে ছবির গল্প। মিমি ও আবির ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। পর্দায় তাঁর নাম হয়েছে স্বাতীলেখা সেন। এই ৩ চরিত্রই ৩টি আইটি কোম্পানিতে কাজ করে। কাজের সূত্রেই তাঁদের ৩ জনের দেখা ও আলাপ। তাঁদের ৩ জনের জীবনের গল্প, বিভিন্ন সমস্যা ও তার মিষ্টি সব সমাধান নিয়েই বোনা হয়েছে ছবির গল্প। 


এই ছবিতে কাজ নিয়ে মিমি বলছেন, 'আবিরদা আমার কাছে পরিবারের মতো হয়ে গিয়েছে। আমরা একে অপরের সঙ্গে কাজের ক্ষেত্রে যথেষ্ট সাবলীল। জায়গা ও স্বাধীনতা দুইই দিতে জানি একে অপরকে। ইন্ডাস্ট্রিতে যখন আমি তেমনভাবে কাউকেই চিনতাম না, সেই সময়ে আবিরদা আমার পাশে দাঁড়িয়েছিল। ওর সঙ্গে সমস্তকিছু আর যে কোনও কিছুই আলোচনা করতে পারি আমি।'


আবির বলছেন, 'এক্কেবারে ওল্ড স্কুল রোম্যান্টিক স্টোরি এই ছবিটা। চাকিদা (পরিচালক) যেভাবে আমাদের গল্পটা বললেন, বোঝালেন সেটার মধ্যে একটা আলাদা ব্যাপার রয়েছে। ওঁর সঙ্গে আমার চেনা আজ প্রায় ২০ বছর। একজন ডিওপি হিসেবে ওঁর সঙ্গে কাজ করেছি। ১০-১২ বছর আগে আমায় আর মিমিকে নিয়ে গল্প পরিকল্পনা করেছিলেন চাকিদা কিন্তু শেষমেষ সেটা হয়ে ওঠেনি। অবশেষে এই ছবিটা হচ্ছে। একটা ভীষণ মিষ্টি আর মজার প্রেমের গল্প। '


ছবি নিয়ে পরিচালক বলছেন, 'এই ছবিটা বলতে চেয়েছে, ভাললাগা আর ভালবাসা সম্পূর্ণ আলাদা দুটো জিনিস। এই ছবিটার আসল ইউএসপি হচ্ছে নায়ক আর নায়িকা ছবির শেষপর্যন্ত বুঝতেই পারে না, তাঁদের মনের অনুভূতিটা ঠিক কী?'


২০২৪ সালের এপ্রিল মাসে ২৬ তারিখ মুক্তি পাবে এই ছবিটি। 


 






আরও পড়ুন: Priyanka Chopra Brother Engagement: নতুন জীবনে পা রাখলেন ভাই, 'ভালবাসা ও আশীর্বাদ' জানিয়ে ছবি শেয়ার প্রিয়ঙ্কা চোপড়ার