সুনীত হালদার, ডোমজুড়: হাওড়ার (Howrah) ডোমজুড়ে (Domjur) ভাড়াটে খুনিকে দিয়ে এক ব্যক্তিকে খুনের অভিযোগে, এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিহতের ছোট ছেলের সঙ্গে সম্পর্ক ছিল ওই মহিলার। সম্প্রতি সেই সম্পর্কে টানাপোড়েনের জেরে, এই ঘটনা বলে জানা গেছে।
ডোমজুড় হত্যাকাণ্ড: হাওড়ার (Howrah) ডোমজুড়ের হত্যাকাণ্ডে নতুন মোড়। এক মহিলাকে গ্রেফতারের পর উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে দাবি, নিহতের ছোট ছেলের সঙ্গে সম্পর্ক ছিল ধৃতের। সম্পর্কের অবনতির জেরেই, ভাড়াটে খুনি লাগিয়ে খুন করান ওই মহিলা। রবিবার সাত সকালে বাজারে যাওয়ার পথে বাড়ির খুব কাছেই খুন হন তাপস গলুই নামে জেলফেরত এক দুষ্কৃতী। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে খুন করা হয় তাকে। এই হত্যাকাণ্ডের ৪ ঘণ্টার মধ্যেই পিকু নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে হদিশ মেলে ডোমজুড়ের সলপের বাসিন্দা এক মহিলার। রাতেই গ্রেফতার করা হয় তাঁকে।
আর তারপরই সম্পূর্ণ ভিন্ন দিকে বাঁক নেয় গোটা ঘটনার। পুলিশ সূত্রে দাবি, ধৃত মহিলার সঙ্গে তাপস গলুইয়ের ছোট ছেলের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সম্প্রতি ওই মহিলা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। অভিযোগ, মহিলার আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করতেন তাপসের ছেলে। বিষয়টি তাপসকে জানালেও, তিনি ছেলের পক্ষ নেন। পুলিশ সূত্রে দাবি, এরপর তাপসকে খুনের জন্য কয়েকজন দুষ্কৃতীকে সুপারি দেন মহিলা। যদিও, ধৃত মহিলা এই অভিযোগ অস্বীকার করেছেন।
যদিও ধৃত মহিলার দাবি, “আমি খুনের সঙ্গে জড়িত নই।’’ ধৃতের স্বামীর দাবি, “প্রদীপ আমার বউকে উত্যক্ত করত, কয়েকজন ছেলের কাছে আমার স্ত্রী সাহায্য চেয়েছিল, ওদের নিজেদের গন্ডগোলে তাপস খুন হতে পারে। পুলিশ সূত্রে খবর, তাপসকে খুন করতে ২জন গুলি চালিয়েছিল। মোট ৬ রাউন্ড গুলি চলেছিল। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।