কলকাতা: মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পুতুলনাচের ইতিকথা-র ৯০তম বর্ষপূর্তিতে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে উপন্যাসটির সিনেম্যাটিক ভার্সন । ১ আগস্ট সুমন মুখোপাধ্যায় (Suman Mukherjee) তাঁর নতুন ছবি পুতুলনাচের ইতিকথা নিয়ে দর্শকদের মুখোমুখি হবেন । এই ছবিতে শশীর চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) । জয়া আহসান (Jaya Ahsaan) কুসুমের ভূমিকায় অভিনয় করেছেন । পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) কুমুদের চরিত্রটি করেছেন । এছাড়াও আছেন ধৃতিমান চট্টোপাধ্যায় (Dhritiman Chatterjee) এবং অনন্যা চট্টোপাধ্যায় (Anannya Chatterjee) ।
ছবিটির চিত্রনাট্যে মূল উপন্যাসকে অনুসরণ করলেও পটভূমি কিছুটা এগিয়ে এনেছেন সুমন মুখোপাধ্যায় । তিনের দশক থেকে চারের দশকের গোড়ার দিক পর্যন্ত সময়কালকে এই ছবিতে ধরেছেনতিনি । সুমন মুখোপাধ্যায়ের বাবা অরুণ মুখোপাধ্যায় 'পুতুলনাচের ইতিকথা'-র নাট্যরূপ মঞ্চস্থ করেছিলেন । সুমনকে এই ছবিটি বানানোর উৎসাহ যুগিয়েছে সেই নাটকটিই । ২০০৮ সাল থেকে যে ছবির ভাবনা তাঁর মাথায় দানা বেঁধেছিল, তা অবশেষে মুক্তির আলোর অপেক্ষায় ।
এই ছবিটির শ্যুটিং হয়ে গিয়েছিল দীর্ঘদিন আগেই। বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছে এই ছবি। আর এবার দর্শকদের সামনে আসার জন্য তৈরি এই ছবি। সোশ্যাল মিডিয়ায় আবির শেয়ার করে নিয়েছেন এই সিনেমার প্রোমো। আর সেখানে উঠে এসেছে একেবারে মাটির গল্প, মাটির কথা। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই উপন্যাস ভীষণ জনপ্রিয়। সেই ছবি পর্দায় কীভাবে দর্শকদের মুগ্ধ করে রাখতে পারে, তা দেখার অপেক্ষায় দর্শক।
১৮ জুলাই বড়পর্দায় 'সরলাক্ষ হোমস'
তাঁর নামেই বিভ্রম রয়েছে। আর নিজের পেশায় তিনি সেই বিভ্রমেরই সমাধান করেন বাঙালি বুদ্ধিমত্তায়। তিনি সরলাক্ষ হোমস। আদ্যন্ত বাঙালি গোয়েন্দা সরলাক্ষ গিয়ে হাজির হয়েছেন শার্লক হোমসের শহর, লন্ডনে। ডার্টমোর ডেভেনশেয়ারের বাস্কারভিল এস্টেটের উত্তরাধিকারী শেখর চৌধুরীর কাকা অমরেন্দ্র চৌধুরীর রহস্যমৃত্যুর পর ঘটনাটির তদন্ত করতে কলকাতা থেকে লন্ডনে পাড়ি দিয়েছেন সরলাক্ষ। তদন্তে নেমে সরলাক্ষ শুধু মগজাস্ত্রই নয়, আগ্নেয়াস্ত্রও ব্যবহার করেছেন প্রতিপক্ষের মোকাবিলা করতে। নাম ভূমিকায় এই ছবিতে অভিনয় করেছেন ঋষভ বসু। এছাড়াও রয়েছেন গৌরব চক্রবর্তী, রাজনন্দিনী পাল, কাঞ্চন মল্লিক, সাহেব চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, শতাফ ফিগার। ছবিটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। সরলাক্ষ হোমস বড় পর্দায় আসছে ১৮ জুলাই।