কলকাতা: দুর্গাপুজোর সময় কাজের জন্য কলকাতা ছাড়তে হয়েছে তাঁকে। এই প্রথমবার। তবে মন পড়ে রয়েছে কলকাতাতেই। পুজোর শুরুতে সোশ্যাল মিডিয়ায় মা দুর্গার সঙ্গে পুরনো ছবি শেয়ার করে আফশোস আবীর চট্টোপাধ্যায়ের।


সোশ্য়াল মিডিয়ায় মা দুর্গার প্রতিমার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন আবীর। ক্যাপশানে তিনি লিখেছেন, 'আমি হয়ত আনন্দের শহর কলকাতা থেকে এখন অনেকটা দূরে। কিন্তু সেটা শারিরীকভাবে। বিশ্বাস করুন, আমার মনটা কলকাতায় পড়ে রয়েছে।' সেই সঙ্গে অনুরাগীদের শারদীয়ার শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।



সূত্রের খবর, হিন্দি ওয়েব সিরিজের শ্যুটিং করতে পুজোয় জম্মু-কাশ্মীরে উড়ে গিয়েছেন আবীর চট্টোপাধ্যায়। যাওয়ার আগে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে আবির বলেছিলেন, 'এই মুহূর্তে আমি বেশ কিছু নিয়মে বাঁধা, তাই সবটা খোলসা করে বলতে পারব না। তবে এইটুকু বলব, জীবনে এই প্রথমবার পুজোয় আমি কলকাতায় থাকতে পারছি না, আর সেটা কাজের জন্যই। একদম নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। এটা আমার কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ। কিন্তু তার সঙ্গে সঙ্গে মনখারাপটাকেও বশে রাখতে হবে। এই প্রথম পরিবার, বন্ধু, পুজোর অনুষ্ঠান সবকিছু থেকে অনেক দূরে। তবে এটা নতুন একটা চ্যালেঞ্জ আমার জন্য। সবটা নিয়ে বিষয়টা আমার কাছে কঠিন আবার উত্তেজনারও। 


পুজো নিয়ে কথা বলতে গিয়ে এবিপি লাইভকে আবীর বলেছিলেন, 'পুজো মানে আমার কাছে মিলন উৎসব। প্রত্যেক বছরই একটা করে নতুন অভিজ্ঞতা হয় পুজোয়। শপিং থেকে সাজগোজ, প্যান্ডেল হপিং, সব মিলিয়ে বাঙালির কাছে পুজো শুধু একটা উৎসব নয়, একটা আবেগও। আমিও ছোটবেলায় মা-বাবার সঙ্গে ঘুরতে গিয়েছি। তারপর বড় হয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে। পুজোয় ভালোলাগার অভিজ্ঞতাও রয়েছে তবে সেগুলো সবটাই নীরবে। কখনও প্রেম প্রস্তাব পাইনি সরাসরি। তবে সব সরিয়ে, এই প্রথমবার পুজোয় আমি কলকাতা থাকতে পারছি না।'


হিন্দি সিরিজে পা রাখছেন আবীর? কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে? ধোঁয়াশা বজায় রাখলেন আবীর চট্টোপাধ্যায়