কলকাতা: উইন্ডোজ় প্রয়োজনা সংস্থার হাত ধরে ইতিমধ্যেই দুটি ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করে ফেলেছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। 'রক্তবীজ ২' (Raktabeej 2)-এর হাত ধরে ফের একবার পুলিশের চরিত্রে দেখা যাবে তাঁকে। সদ্য শ্যুটিং শেষ করে ফিরেছেন তিনি। বারে বারে পর্দায় পুলিশের চরিত্রকে ফুটিয়ে তোলা কতটা কঠিন আবিরের কাছে? কতটা প্রশিক্ষণের প্রয়োজন? কোনও অভিনেতা প্রভাবিত করেছেন তাঁকে? এবিপি লাইভ বাংলাকে (ABP Live Bangla) পুলিশ হয়ে ওঠার গল্প বললেন আবির।
ফের একবার পর্দায় পঙ্কজ সিংহ (Pankaj Sinha)-র চরিত্রে দেখা যেতে চলেছে আবিরকে। কেমন ছিল বিদেশে শ্যুটিংয়ের অভিজ্ঞতা? আবির বলছেন, 'শিবুদা আর নন্দিতাদি (শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়) যে ঘরানার ছবি বানাতেন, সেখান থেকে বেরিয়ে একেবারে অন্য ঘরানার ছবি তৈরি করছেন। সেখানে তাঁরা সাফল্যও পেয়েছেন, তবে সেটা তাঁদের অতি আত্মবিশ্বাসী করেনি। বরং আত্মবিশ্বাসটা আরও পোক্ত হয়েছে। শিবুদা নন্দিতাদি ভীষণ পরিকল্পনামাফিক কাজ করেন। 'রক্তবীজ ২'-এর শ্যুটিংয়ে অনেক অ্যাকশন সিকোয়েন্স, চেজিংয়ের দৃশ্য ছিল। তবে ঝুঁকি কমানোর জন্য যে যে প্রশিক্ষিত ব্যক্তি সেটে থাকা প্রয়োজন, সবাই ছিলেন। খুব ভালভাবেই কাজটা হয়েছে।'
পর্দায় পুলিশের চরিত্রে অভিনয় করার জন্য কী বিশেষভাবে প্রশিক্ষণ নেন আবির? অভিনেতা বলছেন, 'কোনও বিশেষ প্রশিক্ষণ নয়, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাই কেবল। এর আগে আমি হিন্দিতে 'অবরোধ ২' বলে একটি সিরিজ করেছিলাম। সেখানে একজন পুলিশের চরিত্রে অভিনয় করেছিলাম। ওই কাজটা করতে গিয়ে অনেক বাস্তবের পুলিশ অফিসারদের সঙ্গে আলাপ হয়েছে। তাঁদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি, সেখান থেকে বেশ কিছুটা অভিজ্ঞতা হয়েছিল। পরবর্তীতে যাঁরা 'বহুরূপী' দেখেছেন, তাঁরা অনেকেই বলেছেন, আমায় বাস্তবের পুলিশ অফিসারদের মতোই বিশ্বাসযোগ্য লেগেছে পর্দায়। একজন অভিনেতার কাছে এটা বড় পাওনা। আমার কাজের ক্ষেত্রেও আমার বিভিন্ন সময়ে বিভিন্ন পুলিশ অফিসারদের সঙ্গে দেখা হয়েছে, আলাপ হয়েছে। তাঁরা অফিসে কীভাবে থাকেন, কোনও অনুষ্ঠানে গেলে কী কী করেন সেটা লক্ষ করেছি আর নিজের মতো করে চেষ্টা করেছি।'
বাংলায় রঞ্জিত মল্লিক থেকে শুরু করে বলিউডে অমিতাভ বচ্চন.. বহু অভিনেতাই বারে বারে পর্দায় পুলিশের চরিত্রে দর্শককে মুগ্ধ করেছেন। এমন কোনও সিনেমা বা চরিত্র কি প্রভাবিত করে আবিরকে? অভিনেতা বলছেন, ' বেশ কিছু সিনেমা আর চরিত্র এমন রয়েছে, যেগুলো আমায় ভীষণভাবে প্রভাবিত করে। যেমন 'জ়ন্জ়ির'-এর অমিতাভ বচ্চন, 'শূল'-এর মনোজ বাজপেয়ী, 'দ্রোহকাল'-এর ওম পুরী... আমার মনে হয়, এই সিনেমাগুলো পাঠ্য বইয়ের মতো। বারে বারে দেখা যায় আর অনেক কিছু শেখা যায়। তবে এর মধ্যে ঠিক কোন চরিত্রটা আমায় প্রভাবিত করেছে, তা আলাদা করে বলতে পারব না।'
ছোটবেলায় কি পুলিশকে ভয় পেতেন আবির? হাসতে হাসতে অভিনেতার উত্তর, 'আমার তেমন কিছু তো মনে পড়ে না।'