কলকাতা: গোয়া আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে মুক্তি পাবে 'ডিপ ফ্রিজ' (Deep Fridge)। আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty) অভিনীত এই ছবি এখনও সাধারণ দর্শকদের জন্য মুক্তি পায়নি। তবে ইতিমধ্যেই গোয়া আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে এই ছবি। আর এবার মুক্তি পেল অর্জুন দত্ত (Arjun Dutt) পরিচালিত এই ছবির লুক ও টিজার। 


কবিতার লাইনে ছিল.. 'সংসার না বৈরাগ্য... কী জীবন হয় ছেঁড়া পাতার?' বিচ্ছেদের পরে কী জীবন হয় ছেঁড়া সম্পর্কের? এক প্রাক্তন স্বামী স্ত্রীর বিচ্ছেদের পরের অভিজ্ঞতার গল্প নিয়ে তৈরি হচ্ছে নতুন ছবি 'ডিপ ফ্রিজ' (Deep Fridge)। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty)। এছাড়াও এই ছবিতে দেখা যাবে দেবযানী চট্টোপাধ্যায় (Debjani Chatterjee), অনুরাধা মুখোপাধ্যায় (Anuradha Mukherjee), শোয়েব কবীর (Shoaib Kabeer) ও লক্ষ্য ভট্টাচার্য্য (Lakshya Bhattacharya)। ছবিতে আবিরের চরিত্রের নাম স্বর্নাভ। তনুশ্রীর চরিত্রের নাম মিলি। তাতাইয়ের চরিত্রে দেখা যাবে লক্ষ্যকে।


বিচ্ছেদ মানেই কী সম্পর্কের শেষ? নাকি রয়ে যায় এক চিরন্তন টান? সেই গল্পই পর্দায় তুলে ধরবেন অর্জুন। পরিচালকের কথায়, 'আমি সবসময় সম্পর্কের বিভিন্ন দিকগুলোকে পর্যবেক্ষন করতে ভালবাসি, তুলে ধরতে ভালবাসি। বর্তমান সমাজে বিচ্ছেদ একটা খুব স্বাভাবিক, সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রত্যেক ঘরেই যেন বিচ্ছেদের গল্প, ঘটনা রয়েছে। তবুও আমরা এখনও বিচ্ছেদ নিয়ে সরাসরি কথা বলতে পারি না। আমি বহু মানুষদের সঙ্গে মিশি, দেখি বেশিরভাগ মানুষই যেন তাঁদের বিবাহিত জীবনে খুশি নয়। সময়ের সঙ্গে সঙ্গে তাঁরা হয়তো বেছে নেন বিচ্ছেদের পথও। কিন্তু একটা প্রশ্ন আমার মনে সবসময় ঘুরতে থাকে। বিচ্ছেদের সঙ্গে সঙ্গে কী সম্পূর্ণভাবে ছেড়ে বেরিয়ে আসা যায় পুরনো সম্পর্ক নাকি মনের অতলে রয়ে যায় টান? ঠিক এমনই একটা পরিস্থিতিকে তুলে ধরবে আমার নতুন গল্প ডিপ ফ্রিজ।' 


আগামী বছরের শুরুর দিকে মুক্তি পাওযার কথা এই ছবির। এখনও চূড়ান্ত হয়নি ছবি মুক্তির দিন। তবে স্বামী-স্ত্রীর সম্পর্কের অদ্ভুত এই সমীকরণের গল্প দেখতে উৎসুক দর্শকেরাও। মুক্তি পেয়েছে এই ছবির পোস্টারও, সেখানে যেন স্পষ্ট হিমশীতল সম্পর্কের গল্প।


 






আরও পড়ুন: Swastika Mukherjee: বিবাহবিচ্ছেদ.. একা মা হিসেবে মেয়েকে নিয়ে কী পরিস্থিতিতে পড়েছিলেন স্বস্তিকা?