Arjun Chakraborty Exclusive: 'গোরা পুপের রসায়ন সাবলীল হতে সাহায্য করবে প্রথম শট থেকেই'

পুরনো জুটি, নতুন ছবি। অরিন্দম শীলের ছবিতে মিমি চক্রবর্তীর সঙ্গে ফের জুটি বাঁধছেন অর্জুন চক্রবর্তী। অন্যদিকে সামনেই মুক্তি পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত প্রথম ওয়েব 'সিরিজ মার্ডার ইন দ্য হিলস'।

Continues below advertisement

কলকাতা: করোনা পরিস্থিতিতে বন্ধ ভ্রমণ, ছুটি কাটানো। তাই দার্জিলিং-এ সাংবাদিকতার কাজে ব্যস্ত অর্জুন চক্রবর্তী! সত্যিটা বুঝতে তাঁর নাকি সময় লাগে 'মাত্র ২ মিনিট'! পেশা বদলে ফেললেন? কিন্তু পর্দায় যে ফের ফিরছে গোরা-পুপের রসায়ন? তার কি হবে? এবিপি লাইভের কাছে রহস্য ফাঁস করলেন অভিনেতা। 

Continues below advertisement

পুরনো জুটি, নতুন ছবি। অরিন্দম শীলের ছবিতে মিমি চক্রবর্তীর সঙ্গে ফের জুটি বাঁধছেন অর্জুন চক্রবর্তী। অন্যদিকে সামনেই মুক্তি পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত প্রথম ওয়েব 'সিরিজ মার্ডার ইন দ্য হিলস'। সেখানে একজন সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে সব্যসাচী পুত্রকে। অঞ্জন দত্তের সঙ্গে কাজ করা নিয়ে উচ্ছসিত অর্জুন। এবিপি লাইভকে বললেন, 'অঞ্জনদার সঙ্গে কাজ করা সবসময়ই একটা মজার অভিজ্ঞতা। উনি এত ভালো করে চরিত্রগুলো বুঝিয়ে দেন, আলাদা করে সেগুলো নিয়ে ভাববার প্রয়োজনই হয় না। 'মার্ডার ইন দ্য হিলস' সিরিজটা ধরে হিসেব করলে, অনেকগুলো কাজ করে ফেললাম ওনার সঙ্গে। প্রত্যেকটা চরিত্রই একে অন্যের থেকে ভীষণ অন্যরকম। শ্যুটিংয়ের অভিজ্ঞতাটাও ভীষণ অন্যরকম। এমন জায়গায় শ্যুটিং হয়েছে যেখানে বেশি কেউ সাধারণত যান না। গল্পের সঙ্গে অদ্ভুতভাবে মিলে গিয়েছে জায়গাগুলো। দার্জিলিং বলতেই আমরা বুঝি গ্লেনারিজস, কাঞ্চনজঙ্ঘা.. কিন্তু তার বাইরেও যে একটা দার্জিলিং আছে, 'মার্ডার ইন দ্য হিলস'-এ সেটা সবাই দেখতে পাবেন। আর ওইরকম জায়গায় শ্যুটিং..ঠাণ্ডা.. সবাই মিলে এত মজা করতাম, মনেই হত না পরিবারের থেকে দূরে আছি।'

মুক্তির অপেক্ষায় শুভ্রজিৎ মিত্র পরিচালিত অর্জুনের নতুন ছবি 'অভিযাত্রিক'-ও। বড়পর্দায় 'অপু'-র চরিত্রে নিজেকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অর্জুন। বলছেন, 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছে অভিযাত্রিক। তারপর গোয়াতেও ছবিটি দেখানো হয়েছে। কিন্তু কলকাতায়, নিজের শহরে সাধারণ মানুষদের যতক্ষণ না ছবিটা দেখাতে পারছি, তৃপ্তি পাব না। অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায়ও নেই।

আরও দেখুন

'পার্লার, জিম খুলে গেল, কিন্তু সিনেমাহল নয়', মনখারাপ অর্জুনের

 

পর্দায় ফের ফিরছে গোরা-পুপের রসায়ন। তবে অন্য গল্পে, অন্য চরিত্রে। 'খেলা যখন' নিয়ে অর্জুন বলছেন, 'খুব ভালো লাগছে আবার অরিন্দমদার সঙ্গে কাজ করব ভেবে। মিমি থাকছে, আরও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা থাকছেন যাদের সঙ্গে আমি আগে কাজ করিনি। আর হ্যাঁ, ছবিতে অ্যাকশন থাকবে। ওটা আমার সবচেয়ে পছন্দের। দর্শক গোরা পুপেকে আবার অন্য রূপে দেখতে পাবে। চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে আমাদের খাটতে হবে। তবে, আমি আর মিমি যে একে অপরকে চিনি, এই রসায়নটা পর্দায় ধরা পড়বে। আগে একসঙ্গে কাজ করলে সহজেই সাবলীল হওয়া যায়। প্রথম শট থেকেই পর্দায় ধরা পড়বে সেই বোঝাপড়াটা।'

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ রয়েছে সিনেমাহল, মঞ্চ। অর্জুন বলছেন, 'জিম, পার্লার, রেস্তোরাঁ, পরিবহন সবই স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে। সেই তুলনায় সিনেমাহল অনেকটাই নিরাপদ। আমরা সবাই সুরক্ষাবিধি বজায় রেখেই চলছি। সত্যি বলতে, যখন পার্লার, জিম খুলে গেল, থিয়েটার না খোলায় আমি দুঃখ পেয়েছিলাম। তবে আমি আশাবাদী। খুব তাড়াতাড়ি সবটা স্বাভাবিক হবে।'

Continues below advertisement
Sponsored Links by Taboola