কলকাতা: গল্প থেকে শুরু করে কাস্টিং, লুক থেকে শুরু করে জুটি.. দীর্ঘদিন পরে প্রযোজনা সংস্থা এসভিএফের (SVF)-এর সঙ্গে পরিচালক হিসেবে জুটি বেঁধেই একগুচ্ছ চমক দিচ্ছেন সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। হইচই (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মের জন্য নতুন ওয়েব সিরিজ সাজিয়েছেন তিনি। নাম, 'রাজনীতি' (Raajniti)।
সৌরভের পরিচালিত এই সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)-কে। তাঁর চরিত্রের নাম রাশি। তাঁর জীবনের গল্প ঘিরেই এগিয়ে যাবে ওয়েব সিরিজের কাহিনী। দিতিপ্রিয়ার বাবার চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। দিতিপ্রিয়ার মায়ের চরিত্রে দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে (Koneenica Banerjee)। দিতিপ্রিয়ার প্রেমিকের চরিত্রে থাকছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)।
সিরিজের শুরুটা কিছুটা এমন, গল্পের নায়িকা অর্থাৎ রাশির জীবনে ঘটে যায় একটি দুর্ঘটনা। একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় কোমায় চলে যায় সে। দুর্ঘটনার আগের সমস্ত ঘটনা, বর্তমানে সে কেন, কেন এই পরিস্থিতিতে রয়েছে, সমস্ত মুছে যায় রাশির স্মৃতি থেকে। সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সুস্থ হতে থাকে রাশি। কিন্তু তার এই সুস্থতার সফর বড় সুখের হয় না। রাশির চোখের সামনে খুলে যায় তারই পরিবারের কিছু গোপন সত্যি, রাজনীতি আর অজানা সব মুখোশ। চেনা মানুষেরাই অচেনা হয়ে ওঠে রাশির কাছে। তারপর? সেই উত্তর মিলবে সিরিজে।
আজ প্রকাশ পেয়েছে সিরিজের চরিত্রদের ফার্স্ট লুক। প্রথম এই লুক প্রকাশ্যে নিয়ে এল এবিপি লাইভ (ABP Live)-ই। বিশেষ করে নজর কেড়েছে দিতিপ্রিয়ার লুকের বদল। তাঁর দুর্ঘটনা পূর্ববর্তী ও পরবর্তী লুকের মধ্যে মিল খুঁজে পাওয়া ভার। হাতে ক্রাচ, অগোছালো মেকআপে দিতিপ্রিয়া অনেক পরিণত। এই চরিত্রটি সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন, এর আগে তাঁকে কখনও কেউ এমন চরিত্রে দেখেননি। 'রানি রাসমণি'-র অভিনয় তাঁর ছোটপর্দার কাজ হলেও তা ছিল দীর্ঘদিনের। তারপরে এই রাশির চরিত্রটিতে অভিনয় করার পরে তাঁর মনে হয়েছিল, সহজে এই চরিত্রটি সহজে ছেড়ে যাওয়ার নয়।
ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। তবে এখনও প্রকাশ্যে আসেনি মুক্তির দিন। উড়িষ্যা ও অন্যান্য জায়গার বেশ কিছু অংশে শ্যুটিং হয়েছে। শুধু দিতিপ্রিয়া নয়, নামাবলি, সাদা পাঞ্জাবিতে বেশ নজর কেড়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ও। তাঁর মুখের শান্ত, স্মৃতি হাসিও যেন অনেক গল্প বলে। তবে সেই সমস্ত গল্পের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে সিরিজের।