কলকাতা: মজার মোড়কে গান জুড়ে উৎসবের মেজাজ, বিয়ের আমেজ। মুক্তি পেল 'লাভ ম্যারেজ' (Love Marriage) ছবির নতুন গান 'হায় হায় সাত পাকে' (Hay Hay Saat Pake)। পুরনো ঝুমুর গানের সুরেই বাঁধা হয়েছে নতুন কথা। অঙ্কুশ হাজরা (Ankush Hazra), ঐন্দ্রিলা সেন (Oindrila Sen), রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) ও অপরাজিতা আঢ্য (Aparajita Addhya) অভিনীত এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে সুরিন্দর ফিল্মস (Surindar Films)।


আজকের মুক্তি পাওয়া গানে তুলে ধরা হয়েছে বিয়ের আবহ। সেখানে একদিকে যেমন দেখানো হয়েছে বাবা ছেলের মজাদার সমীকরণ, তেমনই ধরা পড়েছে মা-মেয়ের বন্ধনও। সব মিলিয়ে জমাটি এই গানে রয়েছে নস্ট্যালজিয়ার ছোঁয়াও। পুরনো দিনের ঝুমুর গানের সুরে পুরাতনী সাজকেই, বিয়ের আবহকেই তুলে ধরা হয়েছে। 


নতুন ছবির প্রচারের জন্য অভিনব পন্থা বেছেছিলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। বড়পর্দায় তাঁদের বিয়ে হওযার কথা ১৪ এপ্রিল।তবে বাস্তবে টলিউডের এই জুটির বিয়ে কবে, তা নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছেন দুজনেই।  আপাতত ছবির প্রচারে ভীষণ ব্যস্ত অঙ্কুশ ও ঐন্দ্রিলা। আজ মুম্বই পাড়ি দিয়েছেন তাঁরা। তবে সদ্য জন্মদিন গিয়েছে ঐন্দ্রিলার। ব্যস্ততার মধ্যেও কাছের মানুষদের সঙ্গে জন্মদিন উদযাপন করেছিলেন ঐন্দ্রিলা। তবে সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত ভাগ করে নেননি সেই সব ছবি। কেবল অঙ্কুশের পোস্ট করা রিলে ঐন্দ্রিলার খুনসুটির বার্তা, 'ভাত কাপড়ের সব দায়িত্ব আমার।'                             


কেমন ছিল অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেমের শুরুর দিনগুলো?  তাঁদের প্রথম আলাপ হয়েছিল জিমে। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম। সেই সময়ে ঐন্দ্রিলার ধারাবাহিক চলছে। অঙ্কুশেরও প্রথম ছবি মুক্তি পেয়েছে। জিমে অঙ্কুশকে দেখে ঐন্দ্রিলার মা বসিয়ে রেখেছিলেন মেয়ের সঙ্গে আলাপ করাবেন বলে। কারণ সিনেমার গানে অঙ্কুশের নাচ দেখে ঐন্দ্রিলার ভাল লেগেছিল। ফলে তাঁদের প্রেমের শুরুর জন্য নিজের মা-কে খানিক ক্রেডিট দেন ঐন্দ্রিলা। অবশ্য ঐন্দ্রিলার মায়ের এমন কাণ্ডে খানিক নাকি অবাকই হয়েছিলেন অঙ্কুশ। 'গায়ে পড়া'ও ভেবেছিলেন। তবে এসব এখন তিনি মজার ছলেই বলেন।


 


আরও পড়ুন: KKR vs RCB: প্রথা ভেঙে ম্যাচ শুরু হওয়ার আগেই ইডেনে এসআরকে, গ্যালারিতে আবেগের ঢেউ