Parambrata Chatterjee Exclusive : বিলেতে 'অভিযান', স্বপ্নপূরণ বলছেন পরমব্রত

'অন্ধকার সময়ে এই খবরটা যেন এক টুকরো আলো', খুশি হয়ে লিখছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর নতুন ছবি 'অভিযান' মনোনীত হয়েছে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। আগামী ২৯ মে বাগরি ফাউন্ডেশানে স্ক্রিনিং করা হবে এই ছবিটি। অভিযানের গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Continues below advertisement

কলকাতা: 'অন্ধকার সময়ে এই খবরটা যেন এক টুকরো আলো', খুশি হয়ে লিখছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর নতুন ছবি 'অভিযান' মনোনীত হয়েছে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। আগামী ২৯ মে বাগরি ফাউন্ডেশানে স্ক্রিনিং করা হবে এই ছবিটি। অভিযানের গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Continues below advertisement

পাখির চোখে কলকাতা শহর, ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে কিংবদন্তীর গলার স্বর.. ‘গ্রো ওল্ড অ্যালং উইথ মি, দ্য বেস্ট ইজ ইয়েট টু বি’। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে ৮৬তম জন্মদিনে মুক্তি পাওয়া 'অভিযান'-এর টিজার আবেগে ভাসিয়েছিল দর্শকদের। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনীকেই রূপোলি পর্দায় তুলে ধরবে 'অভিযান'। পর্দায় তরুণ সৌমিত্রের ভূমিকায় রয়েছেন যিশু সেনগুপ্ত। আর প্রবীণ অভিনেতার ভূমিকায়? সৌমিত্র স্বয়ং। যিশু সেনগুপ্ত ছাড়াও পরমব্রত চট্টোপাধ্যায়,  কিউ, বাসবদত্তা চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সোহিনী সেনগুপ্ত অভিনীত এই ছবির ট্রেলারও যথেষ্ট জনপ্রিয় হয়েছে দর্শকদের মধ্যে।

সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে তথাকথিত বাণিজ্যিক ছবি বানাতে চাননি পরমব্রত। তিনি চেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে আর্কাইভ করতে চেয়েছিলেন, ট্রেলারে নিজে মুখেই সেকথা বলছেন পরিচালক-অভিনেতা। তাঁর দাবি, 'এই ছবির মধ্য দিয়েই অচেনা সৌমিত্রকে চিনবেন দর্শকরা। কিংবদন্তীর জীবনের খুঁটিনাটি ফুটে উঠবে গোটা ছবি জুড়ে।

কঠিন সময়ে 'অভিযান'-এই আন্তর্জাতিক স্বীকৃতি পরিচালক-অভিনেতার কত বড় প্রাপ্তি? জানতে এবিপি লাইভ যোগাযোগ করেছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি বললেন, 'লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল খুব বড় একটা উৎসব। ভীষণ ভালো লাগছে। সবথেকে গর্ববোধ হচ্ছে এটা ভেবে, এই ফিল্ম ফেস্টিভ্যালটা যে বিল্ডিং-এ হয় সেখানে আমি একসময় পড়াশোনা করেছি। সাউথব্যাঙ্ক দিয়ে হাঁটার সময় বাগরি ফাউন্ডেশানে গিয়েছি অনেকবার। ভাবতাম, আমার তৈরি করা ছবি একদিন এখানে দেখানো হবে। এটা একটা স্বপ্নপূরণ।'

ছবির নাম হিসাবে 'অভিযান'-কে কেন বেছে নিয়েছিলেন পরমব্রত?  পরিচালক বলেছিলেন, 'অভিযান ছবিটি সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের একটি গুরুত্বপূর্ণ কিন্তু একটু আন্ডাররেটেড ছবি। এই ছবিটা নিয়ে অনেক কম কথা হয়। উনি নিজেও বিশ্বাস করতেন এটাই। দ্বিতীয়ত, এই ছবিটার মধ্যে দিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের অভিযানকে তুলে ধরার চেষ্টা করেছি। সেখানে কাজ আছে, অ্যাডভঞ্চার আছে, ব্যক্তিগত জীবন আছে.. এই যাত্রাটা খুব উত্তেজনাময়। সেই কারণেই ছবির নাম অভিযান।'

Continues below advertisement
Sponsored Links by Taboola