ইন্দোর : ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত স্বামীর চিকিৎসায় প্রয়োজনীয় ইঞ্জেকশন না পেলে তিনি হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দেবেন। এমনই 'হুঁশিয়ারি' দিলেন মধ্যপ্রদেশের ইন্দোরের এক মহিলা। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। 


হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন, ওই মহিলার ৪০ বছরের স্বামীকে Amphotericin-B ইঞ্জেকশন প্রেসক্রাইব করা হয়েছে। কিন্তু, ওঁর আরও ইঞ্জেকশন প্রয়োজন। এই কারণে হতাশ হয়ে পড়েছেন ওই মহিলা। 


ভিডিওয় ওই মহিলা বলেছেন, "আমি বম্বে হাসপাতাল থেকে বলছি। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত আমার স্বামী। এই হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তাঁর চোখ এবং চোয়ালে ব্যথা রয়েছে। Amphotericin-B ইঞ্জেকশন এই হাসপাতালে নেই। এই পরিস্থিতিতে আমি স্বামীকে নিয়ে কোথায় যাব ?"


এর পাশাপাশি তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী প্রভু রাম চৌধুরী ও ইন্দোরের কালেক্টর মণীশ সিংয়ের উদ্দেশে ভিডিও বার্তায় বলেন, "যদি আজ আমি ওই ইঞ্জেকশন না পাই তাহলে হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করব। আমার আর কোনও পথ নেই।"


বম্বে হাসপাতালের জেনারেল ম্যানেজার রাহুল পরাশের বলেন, "ওই মহিলাকে কাউন্সেলিং করা হয়েছে। কিন্তু, এই মুহূর্তে উনি মানসিকভাবে বিপর্যস্ত আছেন। ওঁর স্বামীকে ৫৯ Amphotericin-B ইঞ্জেকশনের কথা বলা হয়েছে। কিন্তু, ওঁর আরও প্রয়োজন রয়েছে। এই মুহূর্তে হাসপাতালে এই ইঞ্জেকশন নেই। মুকোরমাইকোসিস রোগীদের অন্য অ্যান্টি-ফাঙ্গাল ওযুধ দিয়ে চিকিৎসা করা হচ্ছে।"


প্রসঙ্গত, ইন্দোরের হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ১২২ জনের চিকিৎসা চলছে। এদিকে এই পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে Amphotericin-B ইঞ্জেকশনের ঘাটতির কথা বারবার সামনে এনেছেন রোগী এবং রাজনৈতিক নেতারা। এনিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন কংগ্রেসের রাজ্যসভার সদস্য দ্বিগ্বিজয় সিং।


জানা গিয়েছে, মুকোরমাইকোসিস এক ধরনের বিরল ও বিপজ্জনক ছত্রাকঘটিত সংক্রমণ। কিছু করোনা আক্রান্তের পাশাপাশি যাঁরা এই রোগ থেকে সেরে উঠেছেন তাঁদের মধ্যেও ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ দেখা যাচ্ছে। ফলে, এনিয়ে নতুন উদ্বেগ শুরু হয়েছে।