কলকাতা: এতদিন তাঁর সমস্ত ছবিই মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহের বড়পর্দায়। কিন্তু এই প্রথম বিগ বাজেটের কোনও ছবি মুক্তি পাচ্ছে টেলিভিশনের পর্দায় ও ওটিটি প্ল্যাটফর্মে। নতুন ঘোষণা নিয়ে বেশি উচ্ছসিতই দেখাল 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' ছবির বয়ঃজ্যেষ্ঠ অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়কে। 


আজ একটি পাঁচতারা হোটেলে ঘোষণা করা হয়, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' মুক্তি পাচ্ছে ১০ তারিখে। কিন্তু বড়পর্দায় নয়। ছোট ও বয়স্কদের কথা মাথায় রেখে বিগ বাজেটের এই ছবি মুক্তি পাচ্ছে টেলিভিশন ও ওটিটিতে। ঘোষণা করেন ছবির প্রযোজক দেব স্বয়ং। এই সিদ্ধান্ত নিয়ে কী মত ছবির ভালো মন্ত্রী শুভাশিসের? অভিনেতা বলছেন, 'আমার ছবি এই প্রথমবার ওটিটিতে মুক্তি পাচ্ছে। বলতেই কেমন যেন অবাক লাগছে যে আমার ছবি প্রথম দেখা যাবে ওটিটিতে। আমার কেরিয়ারে অন্তত একটা ওটিটিতে রিলিজ করছে। ভবিষ্যতে কী হবে অবশ্য জানি না।'


ছবিতে বোম্বাগড় রাজ্যের বৃদ্ধ মন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন শুভাশিস। কিন্তু বাস্তব জীবনে তিনি মন্ত্রী হতেন যদি? হাসতে হাসতে শুভাশিসের উত্তর, 'আমি ভালো মন্ত্রী হওয়ারই চেষ্টা করতাম। অসৎ হয়ে লাভ নেই। চাইতাম মানুষের সেবা করতে, ভালো করতে।' রাজনীতিতে যোগ দিয়ে ভালো মন্ত্রী হতে চাইবেন? 'রাজনীতি আমি বুঝি না। তার চেয়েও বড় কথা রাজনীতি আমার কাজ নয়। আমি যে কাজটা করতে এসেছি সেটাই যদি শেষদিন পর্যন্ত মন দিয়ে করে যেতে পারি সেটাই যথেষ্ট।' উত্তর শুভাশিসের।


ছোটদের কথা মাথায় রেখে ছবি, আবার ছোটদের কথা মাথায় রেখেই টেলিভিশনে রিলিজের সিদ্ধান্ত। বোম্বাগড়ের ভালো মন্ত্রীর ছোটদের জন্য বার্তা? 'ছোটরা খুব মজা করে 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' দেখুক। বাংলায় শেষ কবে ছোটদের জন্য ছবি হয়েছে জানি না। ছোটরা পড়াশোনা করো, ছবিও দেখো। বড়দের কথা শুনো আর পুজোতে খুব আনন্দ করো, মজা করো, খাওয়াদাওয়া করো।' স্নেহ মাখানো গলায় বললেন শুভাশিস।