মুম্বই : আজ জন্মদিন বলিউডের বলিউডের কিংবদন্তি পরিচালক এবং প্রযোজক যশ চোপড়ার ৮৯তম জন্ম বার্ষিকী। ভারতীয় সিনেমায় তাঁর অবদান সত্যিই অনস্বীকার্য। 'কভি কভি', 'সিলসিলা', 'চাঁদনি', 'লমহে', 'দিল তো পাগল হ্যায়'-র মতো একাধিক জনপ্রিয় এবং হিট ছবি তৈরির পিছনে তাঁর অবদান দর্শকরা ভুলতে পারবেন না কোনওদিন। বলিউডের অন্যান্য় ছবির সঙ্গে তাঁর ছবির তুলনা করলে দর্শকরা বরাবরই তাঁর ছবিতে অন্য মাত্রা পেয়ে থাকেন বলে জানান। অভিনেতা অভিনেত্রীদের পর্দায় নিজস্বতা ফুটিয়ে তোলার পিছনে যশ চোপড়ার অবদান ভুলতে পারবে না বলিউড ছবির দর্শকরা। তাই এমন একটা বিশেষ দিনে যশ চোপড়াকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্মৃতিচারণা করলেন অনুষ্কা শর্মা থেকে লতা মঙ্গেশকরের মতো তারকারা।


আরও পড়ুন - Rekha in Bollywood: বলিউডে ঐশ্বর্য রাইয়ের কুড়ি বছর পূর্তিতে তাঁকে ভালোবাসায় ভরা চিঠি রেখার


যশ চোপড়ার ছবি 'রব নে বানা দি জোড়ি' দিয়েই বলিউডে আত্মপ্রকাশ হয়েছিল অভিনেত্রী অনুষ্কা শর্মার। তাই তাঁর জীবনে যশ চোপড়ার ভূমিকা অনেক। এদিন নিদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অনুষ্কা শর্মা লেখেন যে, 'মনে করছি যশ জি-র সঙ্গে সেই দিনগুলোর কথা। আপনি আমাদের হৃদয়ে সবসময় একইরকমভাবে থাকবেন।' অনুষ্কা শর্মার মতো যশ চোপড়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাহির রাজ ভাসিনও। এদিন টুইটারে তিনি লেখেন, ''ভারতীয় ছবিতে আপনার অবদান চিরকাল মনে থাকার মতো এবং আপনার ছবিও দর্শকরা চিরকাল মনে রেখে দেবেন।''



আরও পড়ুন - Honsla Rakh Trailer: রোম্যান্টিক-কমেডির মোড়কে মুক্তি পেলো শেহনাজ-দিলজিত-সোনমের 'হসলা রাখ'-র ট্রেলার


যশ চোপড়াকে তাঁর জন্মদিনে মনে করেছেন প্রবাদপ্রতিম গায়িকা লতা মঙ্গেশকর। তিনিও এদিন নিজের টুইটার হ্যান্ডলে লেখেন যে, 'নমস্কার। আজ আমার রাখি ভাই যশ চোপড়া জি-র জন্মদিন। ওঁর সমস্ত ছবিতেই তিনি চাইতেন যে আমি গান গাই। সবসময় আমাকে বলতেন যে, তুমি না কোরো না। আমাকে খুবই স্নেহ করতেন। আজ ওঁর কথা খুবই মনে পড়ছে। ওঁকে আজ জন্মদিনে কোটি কোটি প্রণাম জানাই।' তবে লতা মঙ্গেশকর শুধু শুভেচ্ছা জানিয়েই ছেড়ে দেননি। শুভেচ্ছা জানানোর সঙ্গে 'চাঁদনি' ছবির জনপ্রিয় গান 'তেরে মেরে হোঁঠো পে..' গানটির ভিডিও দিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, লতা মঙ্গেশকরের গাওয়া এই গানের দৃশ্যে আমরা দেখেছি বলিউডের দুই কিংবদন্তি অভিনেতা ঋষি কপূর এবং শ্রীদেবীকে।