কলকাতা: বড়পর্দায় তিন গল্পের অ্যান্থোলজি (anthology) নিয়ে আসতে চলেছেন পরিচালক অর্ণব মিদ্যা। নাম 'সেদিন কুয়াশা ছিল' (Sedin Kuyasha Chilo)। ছবির অভিনেতা অভিনেত্রীর নাম এমনিতেই নজর কেড়েছে। ছবিতে প্রথমবার জুটি বাঁধবেন দুই বর্ষীয়াণ শিল্পী, পরাণ বন্দ্যোপাধ্যায় ও লিলি চক্রবর্তী। এছাড়া ছবিতে অভিনয় করেছেন সায়ন্তনী গুহঠাকুরতা, জিতু কামাল, অবন্তিকা বিশ্বাস প্রমুখ। প্রসঙ্গত, এই ছবি দিয়েই বড়পর্দায় পা রাখতে চলেছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের নাতনি পৃথা বন্দ্যোপাধ্যায়। 


সায়ন্তনীর প্রথম লুক


ছবিতে পরান-লিলির ছেলের চরিত্রে অভিনয় করবেন জিতু কামাল ও তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে সায়ন্তনী গুহঠাকুরতাকে। এবার প্রকাশ্যে এল সায়ন্তনীর প্রথম লুক। ছবিতে এক স্কুল শিক্ষিকার চরিত্রে দেখতে পাওয়া যাবে অভিনেত্রীকে। সায়ন্তনীর সেই লুকের ছবি এবিপি লাইভই প্রথম দেখাচ্ছে আপনাদের। 




ছবি সৌজন্য: অর্ণব মিদ্যা


'সেদিন কুয়াশা ছিল' ছবিটি তিনটি গল্প নিয়ে তৈরি এক অ্যান্থোলজি। তার অন্যতম গল্প 'সেদিন কথা হয়েছিল'। সেই গল্পেই স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে জিতু কামাল ও সায়ন্তনী গুহঠাকুরতাকে। তাঁদের মেয়ের চরিত্রেই অভিনয় করবে পরাণ-নাতনি পৃথা বন্দ্যোপাধ্যায়। সেই ছবিও এল প্রকাশ্যে।




ছবি সৌজন্য: অর্ণব মিদ্যা


'সেদিন কুয়াশা ছিল' ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্ণব মিদ্যা। 'অন্দরকাহিনী'র সাফল্যের পর এটি তাঁর দ্বিতীয় ফিচার ছবি। 


আরও পড়ুন: New Bengali Movie: মূল্যবোধের পতনে গুলি চালিয়ে নৈতিক হত্যা! 'ফটাস' নিয়ে আসছেন কৌশিক-সৌরভ-তন্নিষ্ঠা


ছবির মূল গল্প


মূলত সম্পর্কের বুনটের গল্প বলবে 'সেদিন কুয়াশা ছিল'। এবিপি লাইভকে ফোনে পরিচালক অর্ণব মিদ্যা বলেন, 'আমরা তো প্রত্যেকদিনের জীবন যাপন একাধিক সম্পর্কের মধ্যে দিয়ে করি। প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই একাধিক চাওয়া-পাওয়া-আশা-আকাঙ্খা থাকে। এমন কিছু ঘটনা যা আমাদের অবচেতনে ঘটে বা হয়তো যা নিয়ে আমাদের অপরাধ বোধ কাজ করে। সেই কাজগুলিরই প্রতিফলন দেখা যাবে এই ছবির তিনটি গল্পের ক্লাইম্যাক্সে। এমন কিছু ঘটনা দর্শকদের সামনে তুলে ধরা হবে যেগুলি আপাতদৃষ্টিতে অতিপ্রাকৃতিক। সেগুলি মানুষের স্বপ্নেও হতে পারে বা বাস্তবে হলেও কোনও ব্যখ্যা পাওয়া যায় না। তিনটি গল্পের সম্পর্কগুলির মধ্যেই সেই চাওয়া-না চাওয়া, পাওয়া-না পাওয়া, ওঠা-নামা একাধিক হিসেব নিকেশ উল্টে দেওয়া ঘটনা ঘটবে ক্লাইম্যাক্সে। ছবির মাধ্যমে প্রশ্ন তোলা হবে কিছু। বর্তমান 'নিউক্লিয়ার ফ্যামিলি'র ভবিষ্যত নিয়েও উঠবে প্রশ্নচিহ্ন।' অর্ণবের বিশ্বাস, প্রত্যেকটা গল্পের ক্লাইম্যাক্সই গায়ে কাঁটা দেওয়ার মতো।