কলকাতা: করোনামুক্ত শুভশ্রী চক্রবর্তী। চিকিৎসকের পরামর্শে শুরু করলেন সাধারণ জীবনযাপন। ১৭ দিন পর মায়ের ছোঁয়া পেল ছোট্ট ইউভান।


সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ চক্রবর্তী সেসময় ব্যস্ত নির্বাচনী প্রচারের কাজে। আরবানার আস্তানা ছেড়ে সেসময় তাঁকে থাকতে হচ্ছিল ব্যারাপপুরে। নিজেই সোশ্যাল মিডিয়ায় অসুস্থতার খবর জানিয়েছিলেন শুভশ্রী। সেইসঙ্গে অনুরাগীদের আশ্বস্ত করে জানিয়েছিলেন, সুস্থ আছে ছেলে ইউভান।


এরপর ১৭ দিনের আইসোলেশান। বন্ধ ঘরে বসে দিন কাটিয়েছেন শুভশ্রী। আর তাঁর সোশ্যাল মিডিয়ার দেওয়াল জুড়ে শুধুই ইউভানের ছবি। ছেলের একাধিক ছবি শেয়ার করে শুভশ্রী কখনও লিখেছেন, 'এতদিন তোমায় ছাড়া থাকতে হবে কখনও ভাবিনি।' আবার কখনও উপচে দিয়েছেন ভালোবাসা। আজ ১৭ দিনের আইসোলেশান শেষ তাঁর। ফের জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে গিয়েছেন অভিনেত্রী। এবিপি লাইভকে বললেন, 'এখন একদম ফিট। আমার আইসোলেশান শেষ হয়েছে। চিকিৎসকের পরামর্শেই আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছি। তবে আমায় আর টেস্ট করার কথা বলা হয়নি।'


বদলে গিয়েছে নায়িকার হোয়াটসঅ্যাপ ডিপি। পরিচিত হাসিমুখ আর সেই। সেই জায়গায় ব্যান্ডেজ বাঁধা পায়ে বল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বামী হবু বিধায়ক। রাজ চক্রবর্তীর জয়ে খুশি শুভশ্রী। অন্যদিকে রাজও ব্যস্ত দলীয় কাজ নিয়ে। ইতিমধ্যেই অবশ্য ছোট্ট ইউভানকে নিয়ে গাড়িতে করে ঘুরে এসেছেন রাজ। তখনও আইসোলেশানে ছিলেন শুভশ্রী। নায়িকা জানান, রাজ একবার করোনা আক্রান্ত হয়েছিল। তাছাড়াও বাড়িতে ছোট্ট ইউভান ও বয়স্করা রয়েছেন। খুব কড়াভাবেই তাই আইসোলেশানের নিয়ম মেনেছেন তিনি।


কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় ইউভানের একটি ভিডিও পোস্ট করেছেন নায়িকা। সেখানে দেখা যাচ্ছে কখনও মাসির সঙ্গে খেলায় মত্ত ইউভান, আবার কখনও বিশাল বইয়ের পাতা ওল্টাতে ব্যস্ত খুদে। মিষ্টি এই ভিডিও শেয়ার করে শুভশ্রী লিখেছেন, 'তোমায় আমি প্রচন্ড মিস করেছি।' সেই সঙ্গে অনুরাগীদের ধন্যবাদও জানান তিনি। 


সম্প্রতি গুজব ছড়িয়েছিল করোনা আক্রান্ত হয়ে বেশী অসুস্থ হয়ে পড়েছেন শুভশ্রী। হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। কিন্তু জল্পনা উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে শুভশ্রী জানান, তিনি বাড়িতেই আইসোলেশানে আছেন। শরীর ভালো আছে। খুব তাড়াতাড়ি তিনি আইসোলেশান কাটিয়ে ফিরে আসবেন।