কলকাতা: 'অন্দরকাহিনী' (Andarkahini) ছবির পর আবারও ফিচার ফিল্ম নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক অর্ণব মিদ্যা (Arnab Middya)। ছবির নাম, 'সেদিন কুয়াশা ছিল' (Sedin Kuyasha Chilo)। পরিচালকের প্রথম ছবিতে একজন নারীই দাপিয়ে বেড়িয়েছিলেন চারটি গল্পে। তবে এবারের ছবিতে অর্ণবের হাতে রয়েছে অভিনেতা-অভিনেত্রীর লম্বা এবং নজরকাড়া তালিকা। স্যান্ড আর্ক মিডিয়া প্রোডাকশনের (Sand Arc Media Production) সায়ন্তন ঘোষাল, সুপ্রিয় সামন্ত ও বৈশালী প্রসাদের প্রযোজনায় শেষ হয়েছে ছবির প্রথম দফার শ্যুটিংও।


ছবিটি মূলত তিনটি গল্প নিয়ে তৈরি একটি অ্যান্থলজি। প্রত্যেকটি গল্পই একে অপরের সঙ্গে জড়িত। এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় ও লিলি চক্রবর্তী (Paran Bandyopadhyay and Lily Chakraborty)। ছবির একটি গল্পে পরাণ ও লিলির সঙ্গে অভিনয় করবেন জিতু কামাল (Jeetu Kamal), অবন্তিকা বিশ্বাস (Abantika Biswas) ও সায়ন্তনী গুহঠাকুরতা (Sayantani Guhathakurta)। ছবির অপর দুটি গল্পের একটিতে অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukhopadhyay) ও অন্যটিতে দেবশঙ্কর হালদারকে (Debshankar Halder) দেখা যাবে।




ছবি সৌজন্য: অর্ণব মিদ্যা


মূলত সম্পর্কের বুনটের গল্প বলবে 'সেদিন কুয়াশা ছিল'। এবিপি লাইভকে ফোনে পরিচালক অর্ণব মিদ্যা বলেন, 'আমরা তো প্রত্যেকদিনের জীবন যাপন একাধিক সম্পর্কের মধ্যে দিয়ে করি। প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই একাধিক চাওয়া-পাওয়া-আশা-আকাঙ্খা থাকে। এমন কিছু ঘটনা যা আমাদের অবচেতনে ঘটে বা হয়তো যা নিয়ে আমাদের অপরাধ বোধ কাজ করে। সেই কাজগুলিরই প্রতিফলন দেখা যাবে এই ছবির তিনটি গল্পের ক্লাইম্যাক্সে। এমন কিছু ঘটনা দর্শকদের সামনে তুলে ধরা হবে যেগুলি আপাতদৃষ্টিতে অতিপ্রাকৃতিক। সেগুলি মানুষের স্বপ্নেও হতে পারে বা বাস্তবে হলেও কোনও ব্যখ্যা পাওয়া যায় না। তিনটি গল্পের সম্পর্কগুলির মধ্যেই সেই চাওয়া-না চাওয়া, পাওয়া-না পাওয়া, ওঠা-নামা একাধিক হিসেব নিকেশ উল্টে দেওয়া ঘটনা ঘটবে ক্লাইম্যাক্সে। ছবির মাধ্যমে প্রশ্ন তোলা হবে কিছু। বর্তমান 'নিউক্লিয়ার ফ্যামিলি'র ভবিষ্যত নিয়েও উঠবে প্রশ্নচিহ্ন।' অর্ণবের বিশ্বাস, প্রত্যেকটা গল্পের ক্লাইম্যাক্সই গায়ে কাঁটা দেওয়ার মতো। 


আরও পড়ুন: Sandhya Mukherjee : বেদ-উপনিষদ আর সুরে গীতশ্রীর পরলৌকিক ক্রিয়া করল 'শুভম অস্তু', কোন কোন গাওয়া হল


এই ছবির অন্যতম আকর্ষণ পরাণ বন্দ্যোপাধ্যায় ও লিলি চক্রবর্তীর জুটি। এছাড়াও অনীক দত্তের 'অপরাজিত'র পর এই ছবিতে দেখা যাবে জিতু কামালকে। 'রসগোল্লা' ছবির পর ফের এই ছবিতে দেখতে পাওয়া যাবে অবন্তিকাকেও। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন রণজয় ভট্টাচার্য।


ছবির যে গল্পে পরাণ বন্দ্যোপাধ্যায় ও লিলি চক্রবর্তী অভিনয় করছেন তার শ্যুটিং শেষ হয়েছে। ছবির মুক্তির তারিখ নিয়ে এবিপি লাইভকে পরিচালক বলেন, 'প্রাথমিকভাবে ইচ্ছে ছিল পয়লা বৈশাখের সময় রিলিজ করার। তবে সেটা হয়তো পিছিয়ে যাবে। পুজোর সময় মুক্তি পেতে পারে বলে আশা রাখছি।'