রোশনি শর্মা, কলকাতা: আমাদের জীবনে কত না বলা কথা আমরা বলতে পারিনা। কথার স্তূপ জমতে জমতে জন্ম নেয় একরাশ অভিমানের।                                              
অভিমানের পাহাড় দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। নিজের অজান্তেই আমরা হারিয়ে ফেলি কত প্রিয়জন কে। আর সেটা যদি বাবা মেয়ের মত সম্পর্ক হয়, তাহলে? এরকমই এক অব্য়ক্ত সম্পর্কের গল্প বলতে আসছে রোহন সেন পরিচালিত ছবি 'অপরাজিতা'। কেমন ছিল এই ছবির জার্নি? এবিপি লাইভের সঙ্গে এক এক্সক্লুসিভ সাক্ষাতকারে শেয়ার করলেন রোহন-তুহিনা।                                      


'অপরাজিতা' আদপে বাবা-মেয়ের সম্পর্কের টানাপোড়েনের গল্প।  এক বাড়িতে থাকা সত্ত্বেও যেখানে মেয়ে ও তার বাবা কেউ কারোর সাথে কথা বলে না। কোথাও না কোথাও তাদের দুজনের মধ্যেই ইগো কাজ করে, এবং তার পেছনে যুক্তিসঙ্গত কারণ রয়েছে। শুধুমাত্র একটি ডায়েরির মাধ্যমে তাদের দুজনের মধ্যে যোগাযোগ রয়েছে। এখানে অপরাজিতার ভূমিকায় অভিনয় করেছেন তুহিনা দাস। যিনি
কর্পোরেট কোম্পানিতে চাকুরিরত একজন স্বাধীন মহিলা। নিজের সমস্ত মনের কথা সে শুধুমাত্র বয়ফ্রেন্ড সাহেবের সঙ্গে শেয়ার পারে। অপরাজিতার বড়ো দিদি বিদেশে থাকেন। সাহেব বা তার দিদি কেউই অপরাজিতার সঙ্গে তার বাবার সম্পর্ক ঠিক করতে পারেনা। তাদের পারিবারিক ডাক্তারও এই প্রজন্মের সামাজিক আর পারস্পরিক দূরত্বের বিষয় টি তুলে ধরেন। গল্প যত এগোয় বাবা-মেয়ের সম্পর্ক তত জটিল হয়ে উঠতে থাকে। শেষমেশ এই সম্পর্কের পরিণতি কি হয় তাই নিয়েই রোহন সেন তৈরি করেছেন তাঁর এই ছবি। ছবিতে বাবার চরিত্রে অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায় ও ডাক্তারের চরিত্রে রয়েছেন রানা বসু ঠাকুর।


দেখুন ভিডিও বাবা-মেয়ের সম্পর্কের অব্যক্ত গল্প বলতে আসছে অপরাজিতা, আড্ডায় রোহন-তুহিনা


আগামী ১১ই মার্চ  প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে "অপরাজিতা"। এই ছবি দর্শকের কতটা মন ছুঁতে পারে এখন অপেক্ষা সেটাই দেখার।