কলকাতা: আবার নয়, এই প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখা তাঁর। সঙ্গে বাকি ১৬ জন অভিনেতা-অভিনেত্রী। প্রথম ছবির উদ্বেগ, শিহরন, সেইসঙ্গে চোখের সামনে বাঙালির নস্ট্যালজিয়া। ১৭ দিনের সেই শ্যুটিং অভিজ্ঞতা যেন কখনও ভুলতে পারবেন না রণিতা দাস। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা'। এবিপি লাইভের সঙ্গে শ্যুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী। 


প্রথম ছবি আর সেখানেই এতজন সিনিয়র অভিনেতা অভিনেত্রী। কতটা উত্তেজনা রয়েছে রণিতার? অভিনেত্রী বলছেন, 'উত্তেজনা ভালোলাগা যেমন রয়েছে, সেইসঙ্গে একটা চাপা টেনশনও রয়েছে। দর্শকদের ভালো লাগবে তো? তবে আমি সবার কাছ থেকেই কিছু কিছু জিনিস শিখেছি। শ্যুটিংয়ের খুঁটিনাটি দেখেছি। শাশ্বতদা (শাশ্বত চট্টোপাধ্যায়), অর্পিতাদি (অর্পিতা চট্টোপাধ্যায়)-এর সঙ্গে সিনগুলো করতে গিয়ে অনেক কিছু শিখেছি। শাশ্বতদা নিজে কখনও টেনশন করে না আর মজা করে গোটা পরিবেশটাকেই বেশ হালকা রাখে।'


আর শ্যুটিংয়ের অভিজ্ঞতা? রণিতা বলছেন, 'আমি আগে কখনও কাঞ্চনজঙ্ঘা দেখিনি। এই শ্যুটিংয়ে গিয়েই প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখি। মুগ্ধ হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল খুব বড় পাওনা। আর শ্যুটিংও হয়েছে খুব মজা করে। তাড়াতাড়ি প্যাক আপ হয়ে যেত আমাদের। তারপর দল বেঁধে গ্লেনারিজ-এ খাওয়া দাওয়া করতে যেতাম। সন্ধেবেলা শাশ্বতদার ঘরের ব্যালকনিতে আড্ডা বসত। হাসি-গান-আড্ডায় খুব ভালো কাটত সময়টা।'


আরও পড়ুন: Bidipta Chakraborty Exclusive: যৌথ পরিবার না থাকলেও মানুষ তা পর্দায় দেখতে এখনও ভালোবাসেন: বিদিপ্তা


ছবিতে রণিতার চরিত্রের নাম ঋতজা। সে একজনকে পাগলের মত ভালোবাসে। রণিতা বললেন, 'ঋতজার ভালোবাসা নিয়ে কে কী বলল তাতে তার কিছু যায় আসে না। কিন্তু তার গল্প বলতে আমায় এখন বারণ করা হয়েছে। ঋতজার রহস্যভেদের জন্য ছবি মুক্তির অপেক্ষা করতে হবে।'


একটা পরিবারের গল্প বলতে আসছে রাজর্ষি দের ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা'। রাজর্ষি দের পরিচালনায় এই ছবির প্রযোজনা করছেন শিল্পী এ পাণ্ডে (Shilpi A Pandey) ও অক্সদ কে পাণ্ডে (Akshatt K Pandey)। তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty), গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), দেবলীনা কুমার (Devlina Kumar), রুপঙ্কর বাগচি (Rupankar Bagchi), কৌশিক সেন (Kaushik Sen), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee), রণিতা দাস (Ranieeta Dash) সহ একঝাঁক তারকা।