মুম্বই: তাঁর পদচারণা রুপোলি পর্দা থেকে শুরু করে রাজনীতির মঞ্চ পর্যন্ত। একদিকে চিনি চুটিয়ে কাজ করেছেন রুপোলি পর্দায়, সঞ্চালনা করেছেন ছোটপর্দায় আবার রাজনীতির সঙ্গেও যুক্ত থেকেছেন। তিনি খুশবু সুন্দর (Khushboo Sundar)। এবিপি রাইসিং সামিট ২০২৩ (ABP Rising Summit 2023)-এ এসে বর্ষীয়ান এই অভিনেত্রী শোনালেন রুপোলি পর্দা থেকে তাঁর রাজনীতিতে সফর, নিজের ভাবধারা, অমিতাভ বচ্চন (Amitabh Bacchan), কমল হাসান (Kamal Hassan)-এর অনুরাগী হওয়ার গল্প।
৪০ বছর ধরে চেন্নাইতে বাস করছেন খুশবু। ১৯৮০ সালে, শিশুশিল্পী হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। 'দ্য বার্নিং ট্রেন' ('The Burning Train') ছবির হাত ধরে প্রথম রুপোলি পর্দার সঙ্গে পরিচয় হয়েছিল খুশবুর। তারপরে অবশ্য তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। বহু হিন্দি ও তামিল ছবিতে অভিনয় করেছেন তিনি। ১০০-র ও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন তিনি।
নিজের দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে এবিপি রাইসিং সামিট ২০২৩-এ কথা বলতে গিয়ে খুশবু বলছেন, 'আমি সিনেমাকে সঙ্গে নিয়েই বড় হয়েছি। এর বাইরে আমি আর কিছু জানিই না। তবে আমি বিশ্বাস করি, ইচ্ছা থাকলেই উপায় হয়। আমরা যদি প্রত্যেক মুহূর্তে অভিযোগ করি, তাহলে আমরা অন্যান্য কাজের তরফ থেকে সময় পাব না।'
নিজের দৈনন্দিন রুটিন নিয়ে তিনি বলেন, 'আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আমার পরিবার আমায় রাত ১০টার পরে জম্বি বলে। ভোর সাড়ে ৪টের সময় উঠে পড়ি। আমার পরিবার চিরকাল আমায় সাহায্য করেছে আমার কাজের রুটিনে, কেরিয়ারে। আমাদের যখন বয়স বেড়েছে, ধীরে ধীরে অভিজ্ঞতাও বেড়েছে। ১৪ বছর বয়সে আমি মা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছিলাম। সেই অভিজ্ঞতা আমায় অনেক কিছু শিখিয়েছিল।' নিজের জীবন সম্পর্কে অভিনেত্রী বলছেন, 'আমার নিজের জীবন নিয়ে কোনও ক্ষোভ নেই। কারণ.. ঠিক-ভুল জীবনে আমি যাই করি না কেন, তার থেকে আমি শিক্ষা নিয়েছি।' বর্তমান সিনেমার ভাষা পরিবর্ত নিয়ে কথা বলার সময় খুশবু বলেন, 'সময়ের সঙ্গে সঙ্গে সিনেমার ভাষা বদলে যাওয়াটাই স্বাভাবিক।'
এবিপি রাইসিং সামিট ২০২৩-এ 'নিউ ইন্ডিয়া' (New India) নিয়ে কথা বলেছিলেন অতিথিরা। ভারতের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা মানুষেরা এসেছিলেন এই সামিটে।
আরও পড়ুন: ABP Rising Summit 2023: অন্য পেশায় কেরিয়ার শুরু, কেন অভিনয় জগতে পা রেখেছিলেন রানা ডগ্গুবতী?