মুম্বই: সলমন খানের শেষ ছবি ‘সুলতান’ ও আমির খানের ‘দঙ্গল’- দুটোই সুপার ডুপার হিট। ‘দঙ্গল’ তো পুরনো সব হিটের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। কিন্তু তিন খানের অন্যতম শাহরুখ খানের কেরিয়ারে দীর্ঘদিন হিটের দেখা নেই। শেষ মুক্তি পাওয়া ‘ডিয়ার জিন্দেগি’ ফ্লপ না হলেও আহামরি কিছু চলেনি। এসআরকে-র এবার নয়া বাজি ‘রইস’। গুজরাটের এই মদ চোরাচালানকারীর জীবনের ওপর ছবি হিট করাতে মরিয়া হয়ে উঠেছেন তিনি।

শাহরুখের ৩ বছরের ছেলে আবরামও সাহায্য করছে বাবাকে। ‘রইস’ টুডি। শাহরুখ টুইটারে একটি ছবি পোস্ট করেছেন, যাতে দেখা যাচ্ছে, আবরাম বসে আছে টুডি চশমা পরে। সঙ্গে ‘রইস’-এর ডায়ালগ, ব্যাটারি নেহি বোলনে কা।



এর আগে নিজেরও টুডি চশমা পরা ছবি পোস্ট করেন শাহরুখ। সঙ্গে লেখেন, হতে পারে ‘রইস’ টুডি কিন্তু মাল্টিডাইমেনশনাল।



২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘রইস’। হৃতিক রোশন-ইয়ামি গৌতমের ‘কাবিল’-ও মুক্তি পাচ্ছে একইদিনে।