কলকাতা: বেশ কয়েকদিন ধরেই কলকাতা ও তার আশপাশের বিভিন্ন এলাকায় অনুষ্কা শর্মার 'পরী' ছবির শ্যুটিং চলছে। কিন্তু গতকাল সন্ধেবেলা ছবির শ্যুটিং চলাকালে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক ইউনিট সদস্যের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে লেদার কমপ্লেক্স থানার কোরোলবেড়িয়ার কালীতলা এলাকায়।
মুম্বই থেকে আসা ওই টেকনিশিয়ানের নাম শাহ আলম। দুর্ঘটনার সময় সেটে ছিলেন অনুষ্কা শর্মা ও পরমব্রত চট্টোপাধ্যায়। মর্মান্তিক এই দুর্ঘটনার পরেই শ্যুটিং প্যাক অ্যাপ করে ফিরে আসেন অভিনেতা-অভিনেত্রীরা।
অভিনয়ের সঙ্গে সঙ্গে এই ছবির প্রযোজকও অনুষ্কা। ছবির পরিচালক প্রসিত রায়। সঙ্গীত পরিচালনায় রয়েছেন অনুপম রায়। অনুষ্কা-পরম ছাড়াও ছবিতে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী-শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা।
এই ছবির কলকাতা পর্বের শ্যুটিংয়ের শুরু থেকেই নানা বিপত্তি ঘটছে। মুম্বই ফেডারেশন বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট ডাকায়, কাজ করেননি মুম্বই থেকে আসা ছবির কলাকুশলীরা। ছবির প্রথম কয়েকদিনের শ্যুটিং তাই বানচাল হয়ে যায়। পরে ধর্মঘট মিটলে কাজ শুরু হয়। বাসন্তী হাইওয়েতে ভোজেরহাট পেরিয়ে বেশ কয়েকটি জায়গায় শ্যুটিং চলছে পরীর। শ্যুটিং হয়েছে বসু বাটি ও ময়দান চত্বরেও। সেপ্টেম্বরে প্রথম সপ্তাহ পর্যন্ত কলকাতায় পরীর শ্যুটিং হবে বলে ঠিক আছে।
কলকাতায় অনুষ্কার 'পরী' ছবির শ্যুটিং চলাকালে দুর্ঘটনা,বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক ইউনিট কর্মীর মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Aug 2017 09:26 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -