নয়াদিল্লি: মেলবোর্নে (Melbourne) ভারতীয় চলচ্চিত্র উৎসবে (Indian Film Festival) এবার জাতীয় পতাকা উত্তোলন হবে বলিউড তারকা অভিষেক বচ্চন (Actor Abhishek Bachchan) ও ক্রিকেট তারকা, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের (former Indian captain Kapil Dev) হাতে। ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষ (75th Independence day) উদযাপনেই এই বিশেষ আয়োজন।


'ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন' (Indian Film Festival of Melbourne)


IFFM-এর চলতি মরসুমের অন্যতম প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন অভিষেক বচ্চন। তাঁর কথায়, 'সিনেমার উদযাপনে সামিল হতে পেরে আমি গর্বিত।'


তিনি বলেন, 'মেলবোর্নে ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপনের অংশ হতে পেরে আমি সম্মানিত। আইকনিক ফেডারেশন স্কোয়ারে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা আমার জন্য গর্বের বিষয়। এটি এমন একটি ইভেন্ট যেখানে গোটা অস্ট্রেলিয়ার ভারতীয়রা, ভিন্ন ক্ষেত্র থেকে, ৭৫ বছরের স্বাধীন ভারতকে উদযাপন করতে একত্রিত হবে।'


তিনি আরও বলেন যে এই ইভেন্ট ভারত ও অস্ট্রেলিয়ার বন্ধুত্বেরও প্রতীক। 'কপিল স্যরের সঙ্গে এই মঞ্চ ভাগ করা আমার জন্য গর্বের এবং এই ইভেন্ট সিনেমা ও ক্রিকেটের মিলনক্ষেত্র যা আমাদের ভারতীয়দের একত্রিত করে রাখে।'


আরও পড়ুন: Deepesh Bhan Demise: 'মলখান' দীপেশ ভানের মৃত্যুর আগের মুহূর্ত প্রসঙ্গে চাঞ্চল্যকর বক্তব্য অভিনেতার বন্ধুর


অনুষ্ঠানের কর্মকর্তার কথায়, 'ভারত স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করছে এবং এই ঘটনাটি এই যুগান্তকারী মুহূর্ত উদযাপনের একটি চিহ্ন। এটি বন্ধুত্বের প্রতীক যা আমাদের দেশ অস্ট্রেলিয়ার সঙ্গে উদযাপন করে এবং সেইসঙ্গে সিনেমা এবং ক্রিকেট দুনিয়ার দুই কিংবদন্তির আগমন একেবারে নিখুঁত সংমিশ্রণ।'