মুম্বই: সদ্য কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা দীপেশ ভান (Deepesh Bhan)। মাত্র ৪১ বছর বয়সে অকালে চলে গিয়েছেন তিনি। 'ভাবিজি ঘর পর হ্যায়' (Bhabiji Ghar Par Hai) ধারাবাহিকে তাঁর অভিনীত 'মলখান' চরিত্রটি অত্যন্ত জনপ্রিয়তা পায়। বর্তমানেও সেই ধারাবাহিকেও অভিনয় করছিলেন। কিন্তু আচমকাই সকালে ক্রিকেট খেলার সময় অজ্ঞান হয়ে পড়ে যান ও তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সম্প্রতি অভিনেতার এক বন্ধু এই মৃত্যু প্রসঙ্গে মুখ খুলেছেন। জানিয়েছেন, দীপেশ ভানের মৃত্যুর সকালে ঠিক কী হয়েছিল।


মৃত্যুর আগে কী হয় দীপেশ ভানের?


জৈন খান। দীপেশ ভানের বন্ধু। মৃত্যুর দিন সকালে তাঁরা একসঙ্গেই ক্রিকেট খেলছিলেন। বন্ধুর এমন অকাল মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি। দীপেশ ভান মৃত্যুর আগেও ক্রিকেট খেলছিলেন তাঁদেরই সঙ্গে। ঠিক কী হয়েছিল সেদিন সকালে? প্রয়াত অভিনেতার বন্ধু জৈন খান বলছেন, 'আমরা দুজনেই ক্রিকেট খেলছিলাম। ক্রিকেট খেলতে খেলতেই কাজের বিষয়েও আলোচনা করছিলাম। ও (দীপেশ ভান) বোলিং টিমে ছিল। আমি ব্যাটিং টিমে ছিলাম। ও একটা গোটা ওভার বল করে। তারপর আমার কাছে ওর টুপিটা নিতে আসে। ও যখন আমার কাছ থেকে টুপিটা নেয়, তখনই আচমকা শরীরে যন্ত্রণা অনুভব করে। আর ক্রমশ জ্ঞান হারাতে থাকে। মুহূর্তের মধ্যে ও মাঠের মধ্যে পড়ে যায়। আমি ওকে ধরার চেষ্টা করি। দেখি ওর শ্বাস-প্রশ্বাস মারাত্মক জোরে জোরে চলছে।'


আরও পড়ুন - Bollywood Celebrity Updates: সম্পর্ক ভাঙল টাইগার-দিশার?


আগেও অনেকেই বলেছেন, দীপেশ ভানের স্বাস্থ্য ভালো ছিল। তিনি ফিটনেসের দিকে নজর দিতেন। অভিনেতার বন্ধু জৈন খানও জানাচ্ছেন যে, তাঁরা কখনও দীপেশকে অসুস্থ হতে দেখেননি। তিনি স্মৃতিচারণা করে জানাচ্ছেন, খুবই মজার মানুষ ছিলেন অভিনেতা। পর্দায় যেমন তাঁকে নানা মজার কান্ড করতে দেখা যায়, বাস্তবেও তেমনই ছিলেন। বন্ধুদের সঙ্গে হাসি মজা করতেন।


প্রসঙ্গত, 'ভাবিজি ঘর পর হ্যায়' ছাড়াও দীপেশ ভান অভিনয় করেছেন 'ফালতু উটপটাং চটপটি কাহানি', 'মে আই কাম ইন ম্যাডাম', 'তারক মেহতা কা উলটা চশমা', 'এফআইআর'-এর মতো ধারাবাহিকে। জানা যায়, ব্রেন হ্যামারেজের কারণেই শনিবার মৃত্যু হয় দীপেশ ভানের। 'ভাবিজি ঘর পর হ্যায়'-এর মুখ্য চরিত্রে অভিনয় করা আসিফ শেখ এক সাক্ষাৎকারে জানান যে, শরীরচর্চায় অত্যধিক সময় দিতেন দীপেশ। ঘণ্টার পর ঘণ্টা জিমে কাটাতেন। তাঁকে বারণ করা হলেও তিনি নিজেকে ফিট রাখার জন্য দীর্ঘক্ষণ শরীরচর্চা করতেন।