মুম্বই: অভিনেতা আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ সহ ৩২৮, ৩৮৪, ৩৪১, ৩৪২, ৩২৩ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করল মুম্বই পুলিশ। সূত্রের খবর, আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন এক অভিনেত্রী। ভার্সোভা থানার পুলিশ অভিযোগকারীকে ডেকে পাঠায় এবং ২ দিন ধরে তাঁর বয়ান রেকর্ড করে। এরপর সেই বয়ানের ওপর ভিত্তি করেই তারকা অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ।





প্রসঙ্গত, অতীতেও এই বলি অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। ১০ বছর আগেও তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয়েছিল। সেদিক থেকে দেখতে গেলে পাঞ্চোলি এই প্রথম এমন বিতর্কে পড়লেন, তেমনটা একেবারেই নয়। বলিউডেই এক অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ২০১৬ সালে একাধিক ক্ষেত্রে মারধরের অভিযোগে আদিত্য পাঞ্চোলির ১ বছরের জেল হেফাজতেরও নির্দেশ দেয় আদালত। তবে সেবার তিনি জামিন পেয়ে যান। এমনকি কঙ্গনা রানাওয়াতের মতো জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রীও তাঁর বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন। এমনকি পাঞ্চোলির বিরুদ্ধে তাঁকে ‘গৃহবন্দি’ করে রাখার অভিযোগও করেন কঙ্গনা। তার বিরুদ্ধে আবার পাল্টা মানহানির মামলা করেছিলেন আদিত্য পাঞ্চোলি ও তাঁর স্ত্রী জারিনা। মঙ্গলবার ২০১৭ সালের সেই মামলায় কঙ্গনা ও তাঁর বোন রঙ্গোলিকে তলব করেছে মুম্বই আদালত।