মুম্বই: করোনা আক্রান্ত বলিউড অভিনেতা অক্ষয় কুমার। নিজেই জানালেন তিনি। আজ, রবিবার অক্ষয় কুমার ট্যুইট করে এই খবর জানিয়েছেন।
ট্যুইটারে তিনি লিখেছেন, "আজ সকালে আমার কোভিড ১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সব নিয়মবিধি মেনে চলছি। সঙ্গে সঙ্গে আমি আইসোলেশনে চলে গিয়েছি। আপাতত বাড়িতে হোম কোয়ারান্টিনে আছি। প্রয়োজনীয় চিকিৎসা করাচ্ছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের পরীক্ষা করাতে অনুরোধ করছি। তাঁরা সাবধানে থাকুন। খুব তাড়াতাড়ি ফিরে আসব।"
‘রাম সেতু’ ছবির শ্যুটিং করছিলেন অক্ষয়। গত ৩০শে মার্চ থেকে মুম্বইয়ে এই ছবির শ্যুটিং শুরু হয়। ছবিতে অক্ষয়ের নায়িকা জ্যাকলিন ফার্নান্দিজ ও নুসরত ভারুচা। এবার বলিউডের করোনা আক্রান্তদের তালিকায় যোগ হল অক্ষয়ের নাম। দুদিন আগেই আলিয়া ভাটের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমানের মতো তারকারা সম্প্রতি কোভিড-১৯ এর শিকার হয়েছেন।
এদিকে দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।ভারতে ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ২৪৯। চলতি বছরে এই প্রথম একদিনে এতটা বাড়ল সংক্রমণ। তবে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। মৃতের সংখ্যা পাঁচশোর বেশি। সেইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা কমেছে।
আজ, রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫১৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৭১৪। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৪ হাজার ৬২৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৪ লক্ষ ৮৫ হাজার ৫০৯। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ লক্ষ ২৯ হাজার ২৮৯।
গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ২৪৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮৯ হাজার ১২৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০ হাজার ৪৮ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৪৪ হাজার ২০২ জন। দেশে মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। দেশে সুস্থতার হার ৯৩ দশমিক ১৪ শতাংশ। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ২৭৭ জনের মৃত্যু হয়েছে।