হায়দরাবাদ: ট্রাফিক আইন (Trafic Rule) ভাঙলেই দিতে হবে মাশুল। তা সে আপনি সাধারণ মানুষ হোন বা স্বয়ং অল্লু অর্জুন (Allu Arjun)। কড়া হাতে নিয়মরক্ষা করছেন হায়দরাবাদ পুলিশ (Hyderabad Police)। এবার নিয়ম ভাঙার খেসারত সত্যিই দিতে হল অল্লু অর্জুনকে। প্রশাসনের সামনে 'ঝুঁকেগা নেহি' বলে পার পাওয়া যাবে না যে।


ট্রাফিক আইন ভাঙলেন অল্লু অর্জুন


সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, তেলঙ্গানা রাজ্য পুলিশ (State Police) দক্ষিণী তারকা অভিনেতা অল্লু অর্জুনের কালো রেঞ্জ রোভার লাক্সারি এসইউভিতে (Range Rover SUV) কালো রঙের কাচ ব্যবহারের জন্য জরিমানা করেছে। প্রসঙ্গত ভারতে গাড়ির জানালায় কালো কাচ ব্যবহার নিষিদ্ধ। জরিমানা (fine) হিসেবে ৭০০ টাকা (700 rs) দিতে হল 'পুষ্পারাজ'কে। 


কালো কাচে নিষেধাজ্ঞা


গোটা দেশে গাড়ির জানালায় কালো কাচ ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একাধিক তারকা প্রায়ই সেই নিয়ম ভঙ্গ করেন। প্রথমত এই কাচ থাকলে গাড়ির ভিতরে কে রয়েছে তা বোঝা যায় না বাইরে থেকে। দ্বিতীয়ত, কালো কাচ তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি গাড়িকে গ্রিনহাউস গ্যাসের প্রভাবে গরম হওয়া থেকে রক্ষা করতে সাহায্য করে।


তবে তারকাদের মধ্যে এই প্রবণতা লক্ষ্য করে হায়দরাবাদ পুলিশ গাড়ি থেকে কালো কাচ সরানোর উদ্যোগ নিয়েছেন এবং এমন গাড়ি দেখলেই চালান ইস্যু (Challan issue) করছেন। এই ঘটনায় অল্লু অর্জুনকে ৭০০ টাকা জরিমানা দিতে হয়েছে।


আরও পড়ুন: Top Enertainment News Today: প্রয়াত যশ দাশগুপ্তের মা, বাড়িতে এল গুরমিত দেবিনার সদ্যোজাত, বিনোদনের সারাদিন


এই অভিযানে, হায়দরাবাদ পুলিশ কালো রঙের গাড়ির কাচ ছাড়াও জাল স্টিকার এবং এমএলএ স্টিকার (Fake MLA Sticker) সমেত গাড়ির বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে। এই অভিযানে, অভিনেতা অল্লু অর্জুনের আগে, কল্যাণ রাম (Kalyan Ram) নামের এক অভিনেতাকেও একই কারণে আটকানো হয়।