কলকাতা: প্রয়াত অভিনেতা যশ দাশগুপ্তর (Yash Dashgupta) মা জয়তী দাশগুপ্ত (Jayati Dashgupta। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এবার রজনীকান্তের '২.০' ও আমির খানের 'পিকে'-র রেকর্ডকে ছাড়িয়ে গেল 'আরআরআর'। আশি কোটির বক্সঅফিস কালেকশন করেছিল রজনীকান্তের '২.০'। এবার সেই রেকর্ডকেও ছুঁয়ে ফেলল 'আরআরআর'। দিনভর সিনে দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
প্রয়াত যশ দাশগুপ্তের মা
প্রয়াত অভিনেতা যশ দাশগুপ্তর (Yash Dashgupta) মা জয়তী দাশগুপ্ত (Jayati Dashgupta। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মায়ের প্রয়াণে শোকাহত অভিনেতা ও তাঁর পরিবার। তাঁরা আর্জি জানিয়েছেন এই কঠিন সময়ে যেন কেউ তাঁদের ব্যক্তিগত পরিসর বিঘ্নিত না করেন।
বক্স অফিসে 'আরআরআর' ঝড়
মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে কার্যত ঝড় চালাচ্ছে 'আরআরআর' (RRR)। 'বাহুবলী' পরিচালক রাজামৌলির এই ছবি সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে চলেছে প্রতিদিন। ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই প্রত্যাশা ছিল। আর মুক্তি পাওয়ার পর সেই প্রত্যাশার প্রভাব পড়তে শুরু করে। মাত্র এক সপ্তাহেই বিপুল পরিমাণ ব্যবসা করে ফেলেছে এই ছবি। ভারতের ট্রেড অ্যানালিটিক্স মনোবালা বিজয়বালান ট্যুইটারে জানিয়েছেন, 'পিকে' ছবির আয়কে ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছে 'আরআরআর'। ভারতে সর্বোচ্চ ব্যবসা করা পঞ্চম ছবি হিসেবে উঠে এসেছে 'আরআরআর'। ৮০০ কোটির ব্যবসা করে রেকর্ড গড়েছিল রজনীকান্তের '২.০'। সেই রেকর্ডকেও ভেঙে দিয়েছে 'আরআরআর'।
আরও পড়ুন: ইনস্টাগ্রামে টেলিভিশন তারকাদের ফ্যাশনে বাজিমাত!
সোশ্যাল মিডিয়ায় মজার পোস্ট ভারতীর
সদ্য মা হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার পরে এই প্রথম ছবি শেয়ার করে নিলেন কমেডিয়ান ভারতী সিংহ (Bharti Singh)। তবে মা হওয়ার পরে নয়, মা হওয়ার আগের ছবি শেয়ার করে নিলেন ভারতী। গোলাপি গাউনে তাঁর মা হওয়ার আগের ছবি এটি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে ভারতী লিখলেন, 'যে আগে পেটের মধ্যে ছিল, এখন সে পেটের বাইরে।'
'লালকুঠি'-তে বন্দি রুকমা
লাল শাড়ি, মাথায় ফুলের সাজ, গায়ে ভারি গয়না। বিশাল এক বাড়িতে আয়নার সামনে দাঁড়িতে নিজেকে সাজিয়ে তুলছেন রুকমা রায় (Rukma Roy)। বাইরে অঝোরে বৃষ্টি ঝরে যাচ্ছে। গোটা বাড়ি জুড়ে যেন হলুদ হলুদ আলোর মায়া। একটা ফোন আসে তাঁর কাছে। হাসি হাসি মুখে রুকমা বলে ওঠেন, 'এই তো, বৃষ্টিটা ধরে গেলেই আসছি।' হঠাৎই কার ছায়া দেওয়ালে? চমকে উঠে পিছনে ফিরতেই সশব্দে দরজা বন্ধ। ভয়ে স্বর আটকে আসে রুকমার। হঠাৎ তাঁর পাশে দরজায় এসে বিঁধে যায় রক্তমাখা একটা ভোজালি! তারপর? মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় একমুঠো রহস্য ছড়িয়ে দিলেন রুকমা রায়। জি বাংলায় নতুন ধারাবাহিক 'লালকুঠি' নিয়ে ফিরছেন তিনি। কেন্দ্রিয় চরিত্রে যে রুকমা রয়েছেন, তা স্পষ্ট ধারাবাহিকের প্রথম ঝলকেই।
রশ্মিকাকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন সিদ্ধার্থ মলহোত্র
৫ এপ্রিল। 'ন্যাশনাল ক্রাশ' (National Crush) রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) জন্মদিন। গোটা দেশ থেকে তাঁর ভক্তরা, ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যান্যরাও তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। ইনস্টাগ্রামে রশ্মিকাকে শুভেচ্ছা জানালেন তাঁর 'মিশন মঞ্নু' (Mission Majnu) সহ-অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra)। এদিন ইনস্টাগ্রামে রশ্মিকার সঙ্গে একটি ছবি স্টোরিতে পোস্ট করেন সিদ্ধার্থ। ক্যাপশনে লেখেন, 'শুভ জন্মদিন রশ্মিকা। কামনা করি এই বছরে তোমার সব মিশন সফল হোক। আলিঙ্গন ও ভালবাসা।'
বাড়িতে এল একরত্তি রাজকন্যা
সদ্য মা-বাবা হয়েছেন তাঁরা। কন্যাসন্তানের জন্মের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন মিষ্টি এক ভিডিওর মাধ্যমে। তবে এখনও সদ্যজাতর কোনও ছবি প্রকাশ্যে আনেননি মুম্বইবাসী বাঙালি অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর স্বামী গুরমিত চৌধুরী। আজ হাসপাতাল থেকে একরত্তিকে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এরপরেই সোশ্যাল মিডিয়ায় মিষ্টি কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন দম্পতি। কি সেই ছবি? সদ্যজাতকে বাড়িতে আহ্বান জানানোর। কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন গুরমিত (Gurmeet Choudhary) ও দেবিনা (Debina Bonnerjee)। সেখানে দেখা যাচ্ছে, মাথায় মাথা ঠেকিয়ে ঘনিষ্ঠ দম্পতি। আর তাঁদের সামনে রাখা রয়েছে কেক। গোলাপি সেই কেক একটা ছোট্ট বিছানার আকারের। সুসজ্জিত সেই বিছানার মাথার অর্ধেকটা ঢাকা, আর সেখানে শুয়ে আছে ছোট্ট একটা পুতুল। ছবিগুলি ভাগ করে নিয়ে গুরমিত লিখেছেন, 'আমাদের জীবনের একরত্তি রাজকন্যাকে উদযাপন করছি। বাড়িতে স্বাগত বেবি।'