মুম্বই: অলোক নাথের পাল্টা। লেখক-পরিচালক বিনতা নন্দা তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলায় এবার বিনতার বিরুদ্ধে মানহানির দায়ে আইনি প্রক্রিয়া শুরুর জন্য স্থানীয় আদালতের দ্বারস্থ অলোক নাথ ও তাঁর স্ত্রী আশু। গত সোমবার সোস্যাল মিডিয়ায় পোস্ট করে অলোক নাথ তাঁকে ১৯ বছর আগে ধর্ষণ করেন বলে চাঞ্চল্যকর অভিযোগ করেন নন্দা। যদিও সরাসরি অলোক নাথের নাম না করে তিনি অভিনয় দুনিয়ার ‘সবচেয়ে সংস্কারী ব্যক্তি’ বলে উল্লেখ করেন, যা থেকে তিনি কাকে নিশানা করছেন, তা বুঝতে অসুবিধা হয়নি কারও।
‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘বিবাহ’-র মতো ‘নীতিজ্ঞান’, ‘মূল্যবোধ’-এর বার্তাবাহী ছবিতে অভিনয় করা অলোক নাথের আইনজীবী অশোক সারোগি আগেই সাংবাদিক বৈঠক করে নন্দার অভিযোগ ভিত্তিহীন, সারবত্তাহীন বলে খারিজ করেন।
আন্ধেরির মেট্রপলিট্যান ম্যাজিস্ট্রেটকে অলোক নাথের আবেদনে বলা হয়েছে, অভিযোগকারীদ্বয় (অলোক নাথ ও আশু) ১২ অক্টোবর অম্বোলি থানায় ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ (মানহানি) ও ৫০০ ধারায় নন্দার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি লিখেছেন। যদিও পুলিশ বলেছে, যেহেতু অভিযোগটি ধর্তব্যযোগ্য নয়, তাই সংশ্লিষ্ট আদালতের প্রয়োজনীয় নির্দেশ জারি করা উচিত। তাই আমরা অম্বোলি থানার ভারপ্রাপ্ত অফিসারকে অভিযোগটি বিবেচনায় রেখে তদন্ত করে দেখতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য আদালতকে আবেদন করছি। অভিযোগকারীদ্বয় প্রভূত ও অপূরণীয় ক্ষতি, আঘাত পেয়েছেন যা কখনও অর্থের বিনিময়ে পুষিয়ে দেওয়া যায় না। নন্দার পোস্টে অলোক নাথের নাম না করা হলেও অন্যরা তাঁর কথাই বলেছেন। ফলে সমাজে তাঁর ও আশুর দুর্নাম ছড়িয়ে অহেতুক তাঁদের ক্ষতি করা হয়েছে। নন্দার 'ভিত্তিহীন অভিযোগের' ফলে আশপাশের লোকজন তাঁদের দিকে ভ্রু কুঁচকে তাকাবেন, এই ভয়ে বাড়ি থেকে বেরতেই ভয় পাচ্ছেন আশু ও অলোক নাথ। নন্দা সম্পর্কে কোনও মন্তব্য না করলেও ঘটনা হল, #মি টু প্রচারের মতো এ ধরনের পরিস্থিতির ফায়দা তোলা হচ্ছে সোস্যাল মিডিয়া ব্যবহার করে। উদ্দেশ্য, কিছু নাম কুড়োনো বা কোনও ব্যক্তির সুনাম নষ্ট করা।