ইসলামাবাদ: পাকিস্তানে হিন্দুদের সম্পত্তি জবরদখল করে নেওয়ার অভিযোগ পেয়ে অ্যাটর্নি জেনারেল, সিন্ধের অ্যাডভোকেট জেনারেলকে নোটিশ দিলেন দেশের প্রধান বিচারপতি সাকিব নিসার। ডঃ ভগবান দেবী নামে এক অবসরপ্রাপ্ত মহিলা অধ্যাপক তাঁকে একটি ভিডিও পাঠিয়ে ক্ষোভ জানিয়ে বলেছেন, হিন্দুরা ‘চরমতম নৈরাজ্য, বিশৃঙ্খলা’র শিকার। সেই ভিডিও দেখে আইনি সক্রিয়তার জন্য পরিচিত বিচারপতি নিসার বিষয়টি খতিয়ে দেখতে উদ্যোগী হয়েছেন। ১৮ অক্টোবর শুনানি ধার্য করেছেন তিনি।
তাঁর কার্য্যালয় সূত্রে খবর, নোটিস পাঠানো হয়েছে সংখ্যালঘু বিষয় ও পারস্পরিক ধর্মীয় সম্প্রীতি সংক্রান্ত মন্ত্রকের সচিব, মানবাধিকার সংক্রান্ত সচিব, সিন্ধের মুখ্য সচিব, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের সচিব, লারকানার জেলা কমিশনারকেও।
ডন নিউজ টিভি-র খবর, ওই অধ্যাপক ভিডিওয়ে দেশে সবচেয়ে ভয়াবহ আইনশৃঙ্খলাহীনতা, পরিচালনায় ব্যর্থতা-র মুখোমুখি সিন্ধের হিন্দুরা। আমেরিকার আদিম জনজাতির মতো দুরবস্থা সেখানকার হিন্দুদের। সিন্ধের নানা এলাকায়, বিশেষত লারকানায় হিন্দুদের সম্পত্তি জোর করে কেড়ে নিচ্ছে জমি মাফিয়ারা। প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হোমটাউন লারকানায় বহু হিন্দু ভয়ে জমিজমা বেচে দিয়ে পাকিস্তান ছাড়ার তোড়জোড় করছে, অনেকে ইতিমধ্যে চলেও গিয়েছে।
গত ১৫ দিন ধরে লারকানা প্রেস ক্লাবে স্বামী ভগবান দাশকে সঙ্গে নিয়ে অবস্থান প্রতিবাদে বসেছিলেন ওই অধ্যাপক। ভিডিওতে সিন্ধের হিন্দুদের দুর্দশার দিকে পাক প্রধান বিচারপতি, সারা বিশ্বকে নজর দেওয়ার আবেদন করেছেন।
হিন্দুদের জমিজমা জোর করে কেড়ে নিচ্ছে জমি মাফিয়ারা, মহিলা অধ্যাপকের অভিযোগ, নোটিস পাকিস্তানের প্রধান বিচারপতির, শুনানি ১৮-ই
Web Desk, ABP Ananda
Updated at:
13 Oct 2018 02:10 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -