কলকাতা: সাদাকালো ছবিতে ছোটবেলা। কপালে চন্দন, এলোমেলো চুলে মুখে দুষ্টুমি। সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার ছবি শেয়ার করে স্মৃতিচারণ করলেন অভিনেতা। ক্যাপশানেও কেবল লিখলেন, 'সেই ছোটবেলা'। ছবি দেখে চেনা দায় এই অভিনেতাকে। তবে কেবল অভিনেতা নয়, তিনি এখন বিধায়কও।
রুপোলি পর্দা আর রাজনীতির মঞ্চ সবটাই এখন পাকা হতে সামলাচ্ছেন তিনি। কাঞ্চন মল্লিক। এই প্রথম নয়, হামেশাই সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার ছবি শেয়ার করে স্মৃতিচারণ করেন অভিনেতা। শেয়ার করেন তাঁর বাবা ও মায়ের ছবিও। আজকের ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট কাঞ্চনকে। তাঁর কপালে চন্দন আর এলোমেলো চুল। চোখে মুখে দুষ্টুমি। ক্যাপশানে কাঞ্চন কেবল ২টো শব্দ লিখেছেন, 'সেই ছোটবেলা'।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ছবি শেয়ার করেন কাঞ্চন। সেখানে ক্যাপশানে লেখেন, 'অভিনয়ই জীবন'। কালো কোট প্যান্টে দেখা গেল জনপ্রতিনিধিকে। একটি গাড়ির মধ্যে বসে রয়েছেন তিনি। বিধানসভা নির্বাচনে নাম ঘোষণা হওয়ার পর থেকেই সাধারণত পাঞ্জাবিতেই দেখা গিয়েছিল তাঁকে। বিভিন্ন সভা সমিতিতে এই পোশাকেই বক্তব্য রাখতে দেখা যেত তাঁকে। তবে জনপ্রতিনিধির মধ্যে লুকিয়ে রয়েছে অভিনয় সত্তাও। বার বার কাঞ্চন বলে এসেছেন, অভিনয়ই তাঁর অক্সিজেন। ফের শ্যুটিং ফ্লোর থেকে ছবি শেয়ার করে সেই প্রমাণই দিলেন তিনি। তবে এই ছবিটি নতুন কি না সেই উল্লেখ করেননি তিনি।
নির্বাচনে জয়ী হওয়ার পর এবিপি লাইভের মুখোমুখি হয়েছিলেন কাঞ্চন। কী করে সামলাবেন রাজনীতি আর অভিনয়? উত্তরে কাঞ্চন বলেছিলেন, 'টাইম ম্যানেজমেন্ট এমন একটা জিনিস, যেটা চাইলে করা যায়। যে রাঁধে সে চুলও বাঁধে। প্রত্যেকটা মানুষেরই একটা রাজনৈতিক মতামত থাকে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমি দলে যোগদান করি। তারপর উনিই বলেন, ভোটে দাঁড়াতে হবে। আমায় উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়। মনে হয়েছিল, আমি পারব। আমি যদি সিনেমায় কাজ করতে করতে একটা ধারাবাহিকে কাজ করতে পারি, ধারাবাহিকে কাজ করতে করতে একটা শোয়ের সঞ্চালনা করতে পারি, তাহলে বিনোদনের সঙ্গে সঙ্গে মানুষের কাজটাও করতে পারব। সত্যি বলতে, বিনোদনও তো মানুষেরই জন্য।'
কেবল রুপোলি পর্দা নয়, থিয়েটারের মঞ্চেও জনপ্রিয়তা রয়েছে কাঞ্চনের। এই বিষয়ে কাঞ্চন বলেছিলেন, 'ব্রাত্য (বসু) নাটক করছে না? এই নিয়ে তৃতীয়বার নির্বাচনে জয়ী হল ও। মন্ত্রী থাকার সময়ও ও নাটক লিখছে, ছবি বানাচ্ছে.. কত কী করছে। ব্রাত্য কিন্তু আমার কাছে অনুপ্রেরণা। ও যদি রাজনীতি করে এত কিছু করতে পারে তাহলে আমিও ঠিক পারব। একটা সময় ছিল যখন ভেবেছিলাম নাটক করব না। কিন্তু যে একবার থিয়েটারের ড্রাগটা নিয়েছে তাকে ফিরতেই হবে। আমি নীল, ব্রাত্য সবার সঙ্গেই কাজ করেছি। হয়ে যাবে এভাবেই..ঠিক সময় বার করে নেব।'