কলকাতা: চোখে চশমা, হাতে ক্রিকেট ব্যাট! এ দুয়ের মিশেল খুব একটা যায় না। কিন্তু এই খুদেকে লাগছে বেশ মিষ্টি। ঘরের মধ্যেই ক্রিকেট খেলায় মগ্ন একটি বাচ্চা। সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার এই ছবিটিই শেয়ার করে নিয়েছেন টলিউডের এক নায়ক। দেখা বোঝা যাচ্ছে কি এই নায়ক আসলে কে?
সোশ্যাল মিডিয়ায় সদ্য এই ছবিটি শেয়ার করে নিয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। সোশ্যাল মিডিয়াতে নিজের ছোটবেলার এই ছবিটি শেয়ার করে নিয়েছেন অঙ্কুশ। ছবিটি ২০০২ সালের। ছবিতে দেখা যাচ্ছে, ঘরের মধ্যেই ক্রিকেট খেলছে ছোট্ট একটি ছেলে। তিনিই অঙ্কুশ। সোশ্যাল মিডিয়ায় ছবিটির সাল ছাড়া আর কিছুই উল্লেখ করেননি অঙ্কুশ। তবে প্রিয় নায়কের ছোটবেলার এই ছবি বেশ মনে ধরেছে নেটিজেনদের। প্রশংসা করেছেন অনেকেই।
কাজের ক্ষেত্রে, শেষ মুক্তি পেয়েছে অঙ্কুশের নতুন ছবি 'মির্জা'। বিগ বাজেট এই ছবিটির প্রযোজনা করেছিলেন অঙ্কুশ নিজেই। এটিই তাঁর প্রযোজিত প্রথম ছবি। মেনস্ট্রিম কমেডি অ্যাকশন ঘরানার ছবির স্বাদ দিতেই মির্জা তৈরি করেছিলেন অঙ্কুশ। বড়পর্দায় মোটামোটি ব্যবসা করেছিল এই ছবি। তবে এটি এখনও মুক্তি পায়নি ছোটপর্দায় বা ওটিটি প্ল্যাটফর্মে। এই ছবিতে অঙ্কুশের বিপরীতে রয়েছেন ঐন্দ্রিলা।
সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি নিয়ে একটি বিস্তারিত পোস্ট করেছিলেন অঙ্কুশ। তাঁর প্রথম ছবি কেমন ব্যবসা করল? সোশ্যাল মিডিয়ায় একটি বিস্তারিত পোস্ট দিয়ে অঙ্কুশ লিখেছিলেন, 'একজন নন সুপারস্টারের মাস কমার্শিয়াল ফিল্ম 'মির্জা'.. এমন একটা Genre -এর তকমা লাগিয়ে দিয়েছে যেটা হয়তো আর ফিরবে না। সেই ছবিতে ভরসা করার জন্য অনেক ধন্যবাদ। এমন কিছু থিয়েটারগুলো ভরিয়ে দেওয়া জন্য ধন্যবাদ যেখানে এই ধরণের ছবি নাক কুঁচকে দেখা হয়। প্রযোজক হিসেবে আমার স্বপ্ন কিছুটা হলেও ধন্যবাদ। বাংলা কমার্শিয়াল ছবিতে ফিরিয়ে আনতে হবে এভাবেই লড়ে যেতে হবে।'
এখানেই শেষ নয়, অঙ্কুশ খোলামেলা উত্তর দিয়েছেন তাঁর ছবির উপার্জন নিয়েও। অঙ্কুশ লিখছেন, 'মির্জা প্রথম সপ্তাহে ৭৫ লাখের কিছু বেশি ব্যবসা করেছে। আর স্যাটেলাইট থেকে মির্জার ৬০ শতাংশ খরচ উঠে এসেছে। এতেই আমি খুশি। আমার বলতে বিন্দুমাত্র সংকোচ নেই, শুধু থিয়েটার থেকে আমার পুরো লগ্নির টাকা হয়তো উঠবে না, কারণ মির্জা অনেকটাই বড় বাজেটের একটা ছবি এখনকার মার্কেট অনুযায়ী। মির্জা ছবিটা আমার ঘরে টাকা ফেরানোর উদ্দেশে করা নয়, মানুষের বানিজ্যিক ছবির ওপর ভরসা ফেরানোর উদ্দেশে করা। মানুষের মনে বাণিজ্যিক ছবি নিয়ে ভরসা ফেরানোর জন্য মির্জা ছবিটা করা।'
আরও পড়ুন: Rukmini Maitra: ছুটির দিনে 'মায়া' ছড়াচ্ছেন রুক্মিণী, 'টেক্কা' গিতে প্রস্তুত পুজোর সব ছবিকে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।