মুম্বই: সাদা কালো ছবিতে বিয়ের মুহূর্ত। ৩৬ বছরের জমানো সুখ-দুঃখের কোলাজ সোশ্যাল মিডিয়ায় কিরণ খেরের সঙ্গে ভাগ করে নিলেন অনুপম খের। আজ তাঁদের ৩৬তম বিবাহবার্ষিকী।
আজ সকালে সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেন বলিউড অভিনেতা অনুপম খের। একটি ছবিতে দেখা যায়, বিয়ের সাজে কিরণ-অনুপম। অন্যটিতে, হাসিমুখে একদিকে তাকিয়ে তারকা যুগল। ছবি দুটি শেয়ার করে অনুপম লিখেছেন, 'বিবাহবার্ষিকীর শুভেচ্ছা প্রিয় কিরণ। হাসি, কান্না, ঝগড়া, বন্ধুত্ব, ভালোবাসা ভাগ করে নেওয়ার একটা লম্বা চলার পথ পেরিয়ে এলাম। কিন্তু এই যাত্রাটা ভীষণ স্মরণীয়। এই সাদা কালো ছবিগুলোর মধ্যেই তো জীবনের সমস্ত রঙ লুকিয়ে রয়েছে। সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। তোমায় অনেক ভালোবাসা কিরণ'
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিরণ খেরকে নিয়ে দুঃসংবাদ ভাগ করে নিয়েছিলেন অনুপম খের। একটি ট্যুইট করে তিনি লিখেছিলেন, 'কোনও রকম গুজব ছড়িয়ে সত্যি ঘটনাকে বিকৃত করার আগে আমি আমি আর সিকন্দর একটি খবর জানাতে চাই। কিরণ খেরের মাল্টিপেল মাইলোমা ধরা পড়েছে। এটি এক ধরণের ব্লাড ক্যানসার। আপাতত ওঁর চিকিৎসা চলছে এবং আমাদের বিশ্বাস কিরণ আগের থেকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। আমাদের ভরসার জায়গা এটাই যে কিরণ যথেষ্ট অভিজ্ঞ চিকিৎসদের অধীনে রয়েছে। ও সবসময়ই একজন যোদ্ধা। ও সবাইকে মন থেকে ভালোবাসে, হয়ত সেইজন্যই ও এত ভালোবাসা পেয়েছে। ওর জন্য় দয়া করে মন থেকে প্রার্থনা করবেন সবাই। ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে। সবার ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।'
‘সরদারি বেগম’ ছবির জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত কিরণের রুপোলি পর্দার যাত্রার সময়কাল নেহাত কম নয়। দেবদাস, হামতুম, দোস্তানা থেকে শুরু করে খামোশ পানি, বীর জারা, ফানা, কভি অলবিদা না কহেনা, ওম শান্তি ওম.. নিজের অভিনয় দিয়ে বারবার দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে কেবল অভিনয় নয়, তাঁর যাতায়াত ছিল রাজনৈতিক মঞ্চেও। বর্তমান লোকসভায় বিজেপি-র সাংসদের পদে রয়েছেন কিরণ খের।
ক্যানসারের থাবা বলিউডে এই প্রথম নয়৷ এর আগেও প্রতিভাবান অভিনেতাদের কেড়েছে এই মারণরোগ। সম্প্রতি ক্যানাসারে আক্রান্ত হয়েছে অভিনেতা সঞ্জয় দত্ত৷ অভিনেত্রী সোনালি বেন্দ্রের এখনও ক্যানসারের চিকিৎসা চলছে৷ যদিও তিনি অনেকটাই সুস্থ এখন। অন্যদিকে ক্যানসারেই প্রাণ হারিয়েছেন অভিনেতা ইরফান খান, ঋষি কাপুর৷
কিরণ খেরও সোনালি বেন্দ্রের মত ক্যানসার জয়ের অনুপ্রেরণা হয়ে ফিরে আসুন হাসিমুখে। আবার তাঁর প্রাণখোলা হাসি ফুটে উঠুক রুপোলি পর্দায়। আশায় তামাম বলিউড।