মুম্বই: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম শ্যাম। টেলি জগতের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘ বেশ কয়েক দশকের। তবে দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছিলেন 'মন কি আওয়াজ প্রতীজ্ঞা' ধারাবাহিকে ঠাকুর সজ্জন সিংহের চরিত্রে তাঁর অভিনয় দক্ষতার মাধ্যমে। বেশ কিছুদিন আগেই কিডনি জনিত সমস্যা নিয়ে ভর্তি হন হাসপাতালে। ৬৩ বছরের অভিনেতা গত দু'দিন ধরে সেখানে ভেন্টিলেশনে ছিলেন। রবিবার, ৮ অগাস্ট মাল্টি অর্গ্যান ফেলিওর অর্থাৎ একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে গিয়ে মৃত্যু হয় তাঁর।
গত বছর মার্চ মাসে কিডনির সমস্যা জেরে ভর্তি হন হাসপাতালে। এমনকী হাসপাতালের বিল মেটাতে সমস্যা হওয়ায় তাঁর ভাই আর্থিক সাহায্যেরও আবেদন করেছিলেন। পাশে পেয়েছিলেন ইন্ডাস্ট্রিকে। হাসপাতাল থেকে বাড়ি ফিরেও তাঁকে নিয়মিত ডায়ালিসিস নিতে হত। ২০২১ সালে 'মন কি আওয়াজ প্রতীজ্ঞা' সিজন ২ শুরু হওয়ার পর কাজেও ফেরেন বর্ষীয়ান অভিনেতা। সপ্তাহে তিনবার শুটিং সেরে ডায়ালিসিস নিতে যেতেন বলে খবর ঘনিষ্ট মহল সূত্রে।
এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর শরীরের অবস্থা ভাল ছিল না। কিন্তু যেহেতু প্রতীজ্ঞা ধারাবাহিকে তাঁর চরিত্রটি দর্শকেরা খুবই পছন্দ করেছিলেন তাই দ্বিতীয় সিজনে ঠাকুর সজ্জন সিংহের চরিত্রে আবার তিনিই ফিরে আসেন। তাঁর অনুরাগীদের তিনি নিরাশ করতে চাননি।
তিনি বলেন, 'জীবনের লড়াই লড়ছিলাম, সেখান থেকে ফিরে এসেছি। এবার আমি প্রতীজ্ঞা ধারাবাহিকের মাধ্যমে আবারও দর্শকদের মনোরঞ্জন করতে চাই।'
উল্লেখ্য, গত ৫ অগাস্ট নিজের ট্যুইটার হ্যান্ডলে তিনি 'অন লাইফ রিস্ক' লিখে পোস্ট করেন। অনুপম শ্যামের প্রয়াণে ট্যুইটে শোকপ্রকাশ করেছেন বিখ্যাত অভিনেতা মনোজ বাজপেয়ী। লিখেছেন, 'খুব মনে পড়বে, দিল্লি ও মুম্বইয়ে কাটানো দিনগুলিও মনে পড়বে। ঈশ্বর তোমার আত্মাকে শান্তি দিন।'
উত্তরপ্রদেশের প্রতাপগড়ের বাসিন্দা অনুপম শ্যাম অভিনয় জগতে পা রাখেন ১৯৯৩ সালে। শুধু হিন্দি ধারাবাহিক নয়, 'দস্তক', 'দিল সে...', 'লগান', 'গোলমাল' এবং 'মুন্না মাইকেল'-এর মতো বিখ্যাত বলিউড ছবিতে অভিনয় করেছেন এই বর্ষীয়ান অভিনেতা। 'মন কী আওয়াজ প্রতীজ্ঞা' ছাড়াও 'রিশতে', 'ডোলি অরমানো কী', 'কৃষ্ণা চলি লন্ডন', 'হম নে লি হ্যায় শপথ' ইত্যাদি ধারাবাহিকে কাজ করেছেন তিনি।