মুম্বই:  জল্পনা শোনা যেত মাঝেমধ্যেই। অবশেষে সেটাই বাস্তবে পরিণত হল। বিয়ের কুড়ি বছর পর বিচ্ছেদের পথে অর্জুন রামপাল এবং মেহের জেসিয়া। সূত্রের খবর, বলিউডের এই দম্পতি যৌথ সম্মতিতেই বিচ্ছেদের পথে এগোচ্ছেন। দুজনে যৌথ বিবৃতি দিয়ে সেকথা জানিয়েছেনও।

 

বিবৃতিতে অর্জুন-মেহের লিখেছেন, এই কুড়ি বছরের দীর্ঘযাত্রায় বহু সুন্দর ও আনন্দময় মুহূর্ত রয়েছে তাঁদের জীবনে। সেগুলোই তাঁরা বিচ্ছেদের পর স্মৃতি হিসেবে রেখে দেবেন। এখন তাঁদের চলার পথ আলাদা হয়ে যাচ্ছে। তবে তাঁরা আগে যেমন একে অপরের ভাল বন্ধু ছিলেন, আগামী দিনেও থাকবেন। দুজনে দুজনের বিপদে পাশে এসে দাঁড়াবেন।

"After a 20-year-long beautiful journey filled with love and beautiful memories, we would like to share, that all journeys have different paths. We feel that it is time for us to move on to different destinations henceforth. We have always been solid when it has come to us, we will continue to be solid for each other and our loved ones, as we embark upon a new journey. Both of us being extremely private people feel strange to be making this statement, but such are the circumstances of our lives. Where the truth can get distorted and lost. We are a family, our love for each other is forever intact and we shall always be there for one another and most importantly, for our children Mahikaa and Myra. We would therefore appreciate our privacy through this time. Thank all for their support. Relationships can end, but love lives on. We won't be commenting on this any further,"

১৯৯৮ সালে প্রাক্তন মডেল বর্তমানে ৪৭ বছর বয়সি মেহের জেসিয়াকে বিয়ে করেন ৪৫ বছরের অর্জুন রামপাল। তাঁদের দুটি সন্তান রয়েছে মাহিকা (১৬) এবং মাইরা (১৩)।

এদিকে বছর খানেক আগেও একবার অর্জুন রামপাল-মেহের জেসিয়ার বিচ্ছেদের খবর সংবাদমাধ্যমে শোনা গিয়েছিল। সেসময় শোনা যায় দম্পতিকে বান্দ্রা কোর্টে দেখা গিয়েছে।

২০০১ সালে বলিউডে ‘পেয়ার ইশক অউর মোহাব্বত’ ছবি দিয়ে যাত্রা শুরু অর্জুনের। এরপর ‘দিওয়ানাপান’, ‘আঁখে’, ‘দিল হ্যায় তুমহারা’, ‘দিল কা রিস্তা’। তবে অর্জুনের হিট ছবিগুলির মধ্যে রয়েছে ‘ওম শান্তি ওম’, ‘রক অন’, ‘হাউসফুল’, ‘রাজনীতি’, ‘রা ওয়ান’।