কলকাতা: পুজোর মধ্যেই শহর ছেড়ে কাশ্মীরে পাড়ি দিয়েছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তাঁর সোশ্যাল মিডিয়ায় একাউন্ট খুললেন চোখে পড়ছে, কাশ্মীরের মনোরম দৃশ্য, সেই সঙ্গে অভিনেতার বিভিন্ন ছবিও। ভাস্বরের সঙ্গে এই সফরে হাজির ছিলেন তাঁর পরিবারও।


আপাতত ধারাবাহিকের কাজে ব্যস্ত ভাস্বর। কিন্তু তার ফাঁকেই একটু অবসর নিয়ে বেরিয়ে পড়লেন ঘুরতে। সোশ্য়াল মিডিয়ায় কাশ্মীরের বিভিন্ন মনোরম ছবি ভাগ করে নিয়েছেন তিনি। কখনও তাঁকে দেখা গেল সোনমার্গ লেখা মাইলফলকের ওপর বসে থাকতে। কখনও আবার পাহাড়ি নদীর ধারে দাঁড়িয়ে ছবি ভাগ করে নিলেন তিনি।


পাহাড়ের কোলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও একটি ছবি শেয়ার করেছেন ভাস্বর। ক্যাপশানে লিখেছেন ছোট্ট ঘটনা। অভিনেতা লিখছেন, 'আহারবাল ঝরনার ধারে আমি এই তিনজনকে খাবার খেতে দেখলাম। ওনাদের পোশাক আমার বেশ আকর্ষণীয় লাগে। ওঁদের কাছে একটা সেলফির আবদার করি আমি। ওনারা রাজি হয়ে যান। নতুন জায়গায় গিয়ে বন্ধুত্ব করতে আমার ভীষণ ভালো লাগে।'



সম্প্রতি উত্তমকুমারের মৃত্যুদিনে সোশ্যাল মিডিয়ায় একটি ঘটনার কথা ভাগ করে নিয়েছিলেন ভাস্বর। একটি কালো কোট পরা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। লিখেছিলেন, 'জানেন, কেন আজ এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলাম? আমি যখন 'জন্মভূমি' ধারাবাহিকে কাজ করতাম, তখন হামেশাই আমায় কোট পরতে হত। একদিন এই কালো কোটটা পরে শট দিয়ে এসে মেক আপ রুমে বসেছি। ড্রেসার নিমাই কাকা এসে বললেন, 'জানো তুমি আজ কার কোট পরে শ্যুটিং করেছ?' আমি 'না' বলাতে, উনি বললেন 'এটা বড়বাবুর জিনিষ। তোমায় পরালাম।' আমি বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম 'বড়বাবু কে?' মুচকি হেসে কাকা জানালেন, উত্তমকুমার! আমার সারা শরীরে কেমন ঘাম হতে লাগল। শিহরণ হল। এ তো সাংঘাতিক পাওয়া। অনেকবার বলেছিলাম, আমায় দিয়ে দাও, বাড়ি নিয়ে যাই। সে আর হয়নি। গুরু আমাদের সঙ্গেই আছেন এবং থাকবেন, যতদিন সিনেমা থাকবে। ।