মুম্বইঃ পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল। বিরাট কোহলি বনাম বাবর আজমের মধ্যে ২২ গজের লড়াইয়ে কে হাসবেন শেষ হাসি, তা হয়ত সময়ই বলবে। কিন্তু তার আগে ভারতের প্রাক্তন পেস বোলার অজিত আগরকর মনে করেন যে পাকিস্তানের বিরুদ্ধে অনেক এগিয়ে থেকেই মাঠে নামবেন বিরাটরা।


২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিইয়ে নিয়েছিল ভারতীয় দল। সেবারই প্রথমবার মহেন্দ্র সিংহ ধোনির হাতে উঠেছিল বিশ্বকাপ ট্রফি। সেই ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আগরকর। সেবারের ট্রফি জয়ের স্মৃতি রোমন্থন করতে গিয়ে প্রাক্তন ভারতীয় পেসার বলেন, 'গোটা টুর্নামেন্টটাই আমাদের কাছে একটা স্বপ্নের মতো ছিল। আমরা কখনওই ভাবতে পারিনি যে এই তরুণ দলটা এরকম শিরোপা জয় করতে পারবে। আমার সব সময় মনে হয় ভারত-পাকিস্তান লড়াইয়ের আলাদাই একটা আবেগ কাজ করে। বিশ্বকাপের মঞ্চে এই লড়াইয়ের আলাদাই একটা মাহাত্ম্য রয়েছে।'


এরপরই আগরকর বিরাটদের প্রসঙ্গে বলেন, 'ভারত-পাকিস্তান ম্যাচে উত্তেজনার পারদ সবসময় উঁচু থাকে। কিন্তু ভারতীয় দলের সাম্প্রতিক ফর্ম ও পরিসংখ্যানের দিকে তাকিয়ে আমি এটুকু বলতেই পারি যে এই পাকিস্তান দল কোনও প্রতিরো ধ মনে হয় না ভারতের বিরুদ্ধে গড়ে তুলতে পারবে। তবে এটাও ঠিক যে ওঁদের কখনওই হালকাভাবে নেওয়া উচিত হবে না। ক্রিকেট একটা মজার খেলা। যে কোনও সময় ম্যাচের রঙ বদলে যেতে পারে।'


২৪ অক্টোবর বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচের জন্য দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির যে সমস্ত অংশের টিকিট বিক্রি করা হয়েছে, সেই জেনারেল, জেনারেল ইস্ট, প্রিমিয়াম, প্যাভিলিয়ন ইস্ট ও প্ল্যাটিনাম, সব টিকিট মুহূর্তে বিক্রি হয়ে গিয়েছে। বহু ভক্তই টিকিট না পেয়ে সোশ্যাল মিডিয়ায় হাহুতাশ করেছেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪৫ টি ম্যাচ খেলা হবে। এই ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরশাহিতে হবে। মোট তিনটি শহরে এবার টুর্নামেন্টের ম্য়াচগুলো আয়োজিত হবে। সেগুলো হল দুবাই, আবু ধাবি এবং শারজা। ওমানেও কিছু ম্যাচ আয়োজন করা হবে।