কলকাতা: কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে চিঠি দিয়ে আঞ্চলিক সিনেমায় জিএসটি ৫ শতাংশ করার অনুরোধ জানালেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। আঞ্চলিক ফিল্ম ইন্ডাস্ট্রির নানা সমস্যার কথা তুলে ধরে চিঠিতে তিনি অরুণ জেটলিকে লিখেছেন, বর্তমান জিএসটি আইনে আঞ্চলিক সিনেমা নিজের অঞ্চলে দেখানো হলে ৫ শতাংশ কর দিতে হবে, এই লাইনটি যুক্ত না করলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব তাঁর চিঠিতে আরও লিখেছেন আঞ্চলিক সিনেমা শিল্প এমনিতেই আর্থিক দুরবস্থার শিকার। জিএসটি চালু হওয়ার আগে আঞ্চলিক সিনেমা প্রায় করমুক্ত ছিল। পশ্চিমবঙ্গে দিতে হত মাত্র ২ শতাংশ কর। জিএসটি আসার পর অবস্থা প্রতিকূল হয়েছে। বন্ধ হয়ে যাচ্ছে ছোট সিনেমা হলগুলি। কর্মহীন হয়ে পড়ছেন সিনেমাশিল্পের সঙ্গে যুক্ত বহু মানুষ। এই পরিস্থিতির সমাধানে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে দেবের আর্জি, করের বোঝা কমিয়ে জিএসটির সর্বনিম্ন স্তরে জায়গা দেওয়া হোক আঞ্চলিক সিনেমাকে। কারণ জাতীয় স্তরের ছবিগুলির তুলনায় আঞ্চলিক ছবিগুলির বাজেট অপেক্ষাকৃতভাবে অনেক কম। ব্যবসার পরিসরও খুবই ছোট। এখনও বিভিন্ন রাজ্যে সিঙ্গল স্ক্রিন সিনেমাহলগুলি কোনওক্রমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে আঞ্চলিক ছবি প্রদর্শন করেই। জুলাই থেকে জিএসটির বোঝা চেপে বসার ফলে আক্ষরিক অর্থেই প্রবল ক্ষতির মুখে পড়েছে আঞ্চলিক ছবি। ব্যবসায় ধস নেমেছে। ব্যায় সাপেক্ষ হয়ে পড়ছে আঞ্চলিক ছবিগুলি দেখানোও। তাই বাধ্য হয়েই সিঙ্গলস্ক্রিন সিনেমা হল বন্ধ করে দিচ্ছেন অনেক হল মালিক। এই পরিস্থিতির কথাই অরুণ জেটলিকে দেওয়া চিঠিতে বিশদে জানিয়েছেন দেব।