ইসলামাবাদ: ২০ বছর পর পাকিস্তানের মন্ত্রিসভায় জায়গা পেলেন কোনও হিন্দু। দর্শন লাল নামে ৬৫ বছরের ওই রাজনীতিক পেশায় চিকিৎসক।

নওয়াজ শরিফের পদত্যাগের পর মন্ত্রিসভা গঠন করেছেন নতুন প্রধানমন্ত্রী সাহেদ খাকান আব্বাসি। জানা গিয়েছে, দর্শন লালকে ৪টি পাক প্রদেশের মধ্যে যোগাযোগ রাখার দায়িত্ব দিয়েছেন তিনি।

২০ বছর পর এই প্রথম কোনও হিন্দু সংখ্যালঘু পাক মন্ত্রিসভায় এলেন। এর আগে নব্বইয়ের দশকে পাকিস্তানের মন্ত্রী ছিলেন রানা চন্দ্র সিংহ।

দর্শন সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার মিরপুর মাথেলো শহরের বাসিন্দা। ২০১৩ সালে সংখ্যালঘু কোটায় দ্বিতীয়বার তিনি নির্বাচিত হন, পাকিস্তান মুসলিম লিগ (এন)-এর টিকিটে।

পদত্যাগে বাধ্য হওয়া নওয়াজ শরিফের কাছের লোকদের দিয়েই মন্ত্রিসভা সাজিয়েছেন নয়া প্রধানমন্ত্রী আব্বাসি। আগামী বছর পাকিস্তানে সাধারণ নির্বাচন,  তার আগে দলের জন্য সমর্থনের ঝড় তোলা আপাতত তাঁর লক্ষ্য।

নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন মোট ৪৭ জন। এঁদের মধ্যে ২৮ জন পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত ও ১৯ জন প্রতিমন্ত্রী।