অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : সূত্রের খবর, আর এবার SIR শুনানিতে নোটিস পেলেন ঘাটালের তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব। জানা গেল তাঁর এলাকার কাউন্সিলর সূত্রে। শুনানিতে ডাক পেলেন তৃণমূল সাংসদ ও অভিনেতা। দেব ছাড়াও ডাকা হয়েছে তাঁর পরিবারের আরও ৩ জনকে। এখন দেখার তাঁরা হাজিরা দেন কিনা । সূত্রের খবর, তাঁর আবাসনে নোটিশ গিয়েছে। জানা যাচ্ছে, ফর্মের নিচে থাকা অংশ, যেখানে ২০০২ সালের লিঙ্ক সংক্রান্ত তথ্য দেওয়ার কথা, সেটা ফিল-আপ করা হয়নি। শোনা যাচ্ছে, ওই আবাসনের অনেকেই নাকি এই কারণেই শুনানিতে ডাক পেয়েছেন। জনপ্রিয় অভিনেতা, তিন বারের সাংসদ, এ হেন হেভিওয়েটকে হিয়ারিং-এ ডাকা নিয়ে স্বাভাবিকভাবেই, রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতোর। নানির শেষে ১৪ ফেব্রুয়ারি প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা।
সামিকেও ডাক
অন্যদিকে আজ সোমবারই SIR-শুনানিতে ডাকা হয়েছিল ক্রিকেটার মহম্মদ সামিকে। কিন্তু, খেলার জন্য বাইরে থাকায় হাজিরা দিতে পারেননি তিনি। তবে, SIR-শুনানিতে হাজিরা দেন অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় ও লাবণী সরকার। সূত্রের খবর, মহম্মদ সামির হিয়ারিং ছিল সোমবারই। তিনি এখন রাজকোটে । উনি তাই রিশিডিউল চেয়েছেন। অর্থাৎ হিয়ারিং-এর ডেট পুছোতে চেয়েছেন তিনি। জানা যাচ্ছে, দেবের মতো তাণরও ২০০২ সালের লিঙ্ক করার অংশটা ফিল আপ করা হয়নি।
কী বলছেন এলাকার কাউন্সিলর
কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেত্রী ও কাউন্সিলর মৌসুমি দাস বলেন, ' SIR-এ কোন কোন মানুষকে কাদের কাদের ডাকা হচ্ছে..এইভাবে যদি ডাকা হতে থাকে ...দেবকেও ডাকা হয়েছে শুনেছি...এইভাবে একেকজনকে যাকে তাকে ডেকে পাঠাচ্ছে। কোনওরকম কেন ডাকছে, কী ডাকছে..'
এর আগে কোন কোন হেভি ওয়েট-কে ডাক?
এর আগে, এসআইআর শুনানিতে নথি-যাচাইয়ের পরীক্ষায় ডাক পড়ে অসুস্থ কবি জয় গোস্বামীর। শুধু তিনিই নন, শুনানি পর্বে ডাক পড়েছিল জয় গোস্বামীর মেয়েরও। যা নিয়ে তাঁর পরিবার যথেষ্ট উষ্মা প্রকাশ করে। সূত্রের খবর, সেই খবর সম্প্রচারের পরই, নির্বাচন কমিশনের তরফে যোগাযোগ করা হয় জয় গোস্বামীর পরিবারের সঙ্গে। সমস্য়া সমাধানের আশ্বাসও দেন কমিশনের প্রতিনিধিরা। SIR-এর শুনানিতে ডাক পেয়েছেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ৯০ বছর বয়সি মা, দুই চিকিৎসক-পুত্র ও বোন। তাই নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে।