‘ককপিট’ ছবিতে পাইলটের চরিত্রে দেব
Web Desk, ABP Ananda | 13 May 2017 06:47 PM (IST)
কলকাতা: এবার পাইলটের চরিত্রে অভিনয় করতে চলেছেন টলিউডের সুপারস্টার দেব। একটি বিমান দুর্ঘটনা অবলম্বনে ছবি করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। চাঁদের পাহাড়ের পর ফের দেবের সঙ্গে ছবি করছেন কমলেশ্বর। এই ছবির নাম ‘ককপিট’। দেবের বিপরীতে থাকছেন কোয়েল মল্লিক ও রুক্মিনী মিত্র। কমলেশ্বরের প্রশংসা করে দেব বলেছেন, তাঁর সঙ্গে ছবি করতে সবসময়ই ভাল লাগে। সত্য ঘটনা অবলম্বনে এই ছবি তৈরি হচ্ছে। বিমানবন্দরে এবং বিমানের মধ্যে শ্যুটিং করার পরিকল্পনা রয়েছে তাঁদের। তিনি এই ছবি নিয়ে আশাবাদী। কোয়েল বলেছেন, ‘তিনটি কারণে আমি এই ছবিতে অভিনয় করতে রাজি হয়েছি। দেবের সঙ্গে আমি কয়েকটা হিট ছবিতে কাজ করেছি। আমাদের অন-স্ক্রিন কেমিস্টি ভাল। এটা দেবের প্রোডাকশনের ছবি। উড়োচিঠির পর থেকেই কমলদার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে ছিলাম। এবার সেই সুযোগ পাচ্ছি।’